বিনোদন

আপ মুঝে আচ্ছে লাগনে লাগে আমিশা প্যাটেল

আপ মুঝে আচ্ছে লাগনে লাগে আমিশা প্যাটেল

দীর্ঘ সাড়ে ৪ বছর পর ‘গাদার ২’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল, অভিনয়ে এখন অনিয়মিত আমিশা প্যাটেল। গত ১১ আগস্ট, সিনেমাটি ভারতের সাড়ে তিন হাজার পর্দায় মুক্তি পেয়েছে। অনিল শর্মা পরিচালিত এ সিনেমা বক্স অফিসে সাড়াও ফেলেছে দারুণ। তবে নিজের আলটপকা মন্তব্যের কারণে বারবারই সমালোচিত হয়ে আসছেন তিনি। যদিও আমিশার মনে ক্ষোভ রয়েছে বলিউডের স্বজনপোষণ নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের স্বজনপোষণ নিয়ে আমিশার বলেন, আমি যদি ফিল্ম ফেটারনিটির অংশ হতাম, আমার যদি একজন গডফাদার থাকত, তাহলে সিনেমা না চললেও বলিউডের সবচেয়ে বড় প্রোজেক্টে আমি ডাক পেতাম। ঠিক তখন বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেত্রী নিজের অভিনীত সিনেমা যখন বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। যদিও আমি সেসব নিয়ে ভাবি না। হয়তো আমার জন্মই হয়েছে শুধু ব্লকবাস্টার সিনেমাতে কাজ করার জন্য।

আমিশা আরো বলেন, নিজের অভিনয় করা একটি সিনেমা বক্স অফিসে ব্যবসা করতে না পারায়। তিনি নিজের পারিশ্রমিক পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। কেউ আমাকে জোর করেননি সেটা করতে। কিন্তু প্রযোজককে সম্মান দেখাতে নিজেই সেটা করেছি। তার কথায়, আমার মনে হয়েছিল ঐ পরিস্থিতিতে উল্টো দিকের মানুষটার পরিস্থিতি বোঝাটা আসলে বেশি দরকার। আমার মনে হয়েছিল সেই সময় সেই কাজটাই ঠিক ছিল।

নারীদের ওজন বিয়ের পর বাড়ে যে কারণে

কাহো না প্যায়ার হ্যায়’ দিয়ে ২০০০ সালে বলিউডে হাতেখড়ি আমিশা প্যাটেলের। প্রথম সিনেমাই এনে দিয়েছিল আশাতীত সাফল্য। পেয়েছিলেন ফিল্ম ফেয়ার পুরস্কারও গোটা ভারতে সেনসেশন হয়ে পড়েছিলেন আমিশা। তিনি কাজ করেন তেলেগু সিনেমা ‘বদ্রি’তে সেটিও ছিল হিট। এরপরের বছর মুক্তি পায় ‘গাদার: এক প্রেম কথা’। সেই সিনেমাও ব্লকবাস্টার। পরপর ২ বছর ফিল্মফেয়ার আসে আমিশার ঘরে।

ক্যারিয়ার পড়তে শুরু করে এরপর থেকেই। ‘ইয়ে হ্যায় জালওয়া’, ‘আপ মুঝে আচ্ছে লাগনে লাগে’, ‘কেয়া ইয়ে প্যায়ার হ্যায়’-এর মতো সিনেমা মুথ থুবড়ে পড়ে বক্স অফিসে। তবে ২০০৩-এর পর থেকে আর বক্স অফিসে সাফল্যের মুখ দেখা হয়নি আমিশার।

লেজি লমহে’ নামে মাঝে একটি আইটেম ডান্স করেন। নিজের প্রযোজনা সংস্থাও খোলেন আমিশা প্যাটেল। সেখান থেকে বের হয়ে বর্তমানে বক্স ফিসে সুপারহিট তার ও সানি দেওলের ‘গাদর ২’। যা ইতিমধ্যে ঢুকে পড়েছে ৫০০ কোটির ক্লাবে।

2 thoughts on “আপ মুঝে আচ্ছে লাগনে লাগে আমিশা প্যাটেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *