খেলাধুলা

ব্যালন ডি’অর দৌঁড়ে রয়েছেন মেসি

ব্যালন ডি’অর দৌঁড়ে রয়েছেন মেসি

বিশ্ব ফুটবলের জন্য সম্পদ আখ্যায়িত করে লিওনেল মেসিকে একবার কিংবদন্তী ডাচ ফুটবলার ইয়োহান ক্রুইফ বলেছিলেন, মেসি পাঁচটা, ছয়টা এমনকি সাতটা পর্যন্ত ব্যালন ডি’অর জিততে পারে।

ডাচ ফুটবলার ইয়োহান ক্রুইফ সেই কথাকে প্রমাণ তো করেছেনই মেসি, তার সঙ্গে সেই ভবিষ্যদ্বাণীকেও যেন ছাড়িয়ে যাওয়ার মিশনে হাতছানি। ক্যারিারে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জেতার দৌঁড়ে রয়েছেন লিওনেল মেসি। মেসির নাম এসেছে সম্প্রতি ৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকায়ও। আরও রয়েছেন সিটির হয়ে ট্রেবল জয়ী আর্লিং হালান্ড এবং বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পেও। ৬ সেপ্টেম্বর বুধবার রাতে প্রকাশ হওয়া এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় তাদের তিনজনই ঠাঁই হয়েছে। খবর স্পোর্টস ব্রিফ ও ইউরো স্পোর্টের।

আপ মুঝে আচ্ছে লাগনে লাগে আমিশা প্যাটেল

তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র এই তালিকায় ঠাঁই পাননি। প্রাথমিক তালিকায় নেই গতবারের শীর্ষ দুইয়ে থাকা সাদিও মানেও ৩ জনেই এখন সৌদি লিগে যোগ দিয়েছেন। এবারের তালিকা থেকে বাদ পড়েছেন পাঁচবার পুরস্কার জয়ী পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপ ছেড়ে এখন সৌদি ক্লাব আল নাসরে খেলছেন তিনি। বিগত ২০০৪ সাল থেকে প্রতি বছর ব্যালন ডি’অরের ৩০ জনের তালিকায় ছিলেন রোনালদো।

ব্যালন ডি’ অরের এবারের জন্য প্রাথমিকভাবে মনোনীত ৩০ জনের তালিকা:-
ভিক্টর ওসিমেন, কিলিয়ান এমবাপ্পে, লুকা মড্রিচ, হ্যারি কেইন, রবার্ট লেভানডস্কি, আন্তোনিও গ্রিজমান, লাউতারো মার্তিনেজ, লিওনেল মেসি, রদ্রি, করিম বেনজেমা, মোহামেদ সালাহ, মার্টিন ওডেগার্ড, আর্লিং হালান্ড, আন্দ্রে ওনানা, কোলো মুয়ানি, ইকাই গুনদোয়ান, হুলিয়ান আলভারেজ, ইয়াসিন বোনো, ভিনিসিয়ুস জুনিয়র, জামাল মুসিয়ালা, জাস্কো গার্ভাদিওল, জুড বেলিংহ্যাম, ডি ব্রুইনা, বার্নার্দো সিলভা, বুকায়ো সাকা, এমি মার্টিনেজ, নিকোলাস বারেল্লা, রুবেন দিয়াজ, কাভিচা কাভারাৎসখেলিয়া, কিম মিন-জে।

One thought on “ব্যালন ডি’অর দৌঁড়ে রয়েছেন মেসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *