জাতীয়

মায়ের শিক্ষা ও বিউটি পার্লারে সেজে ছিনতাই

মায়ের শিক্ষা ও বিউটি পার্লারে সেজে ছিনতাই

রোববার সন্ধ্যায় মিরপুর মডেল থানার ১০ নম্বর সেকশনের ওয়াসা ভবনের সামনে থেকে রাজধানীর একাধিক থানার তালিকাভুক্ত শীর্ষ নারী ছিনতাইকারী মুক্তা বেগম (৪০) কে গ্রেফতার করা হয়। তিনি মার্কেটে গিয়ে কোনো মেয়ের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেন, এর পর সুযোগ বুঝে মোবাইল, টাকা হাতিয়ে পালিয়ে যান। প্রতি বার ছিনতাইয়ে নামার আগে বিউটি পার্লার থেকে সাজগোছ করেন মুক্তা বেগম। রোববার মধ্যরাতে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন এসব তথ্য জানান।

ওসি আরও জানান, গ্রেফতার মুক্তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তিনি ৭ বার গ্রেফতারও হন। মুক্তা চুরি শেখেন তার মায়ের কাছ থেকে এবং মায়ের সঙ্গে থেকেই চুরি ও ছিনতাই করতেন। মা অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে পড়লে নিজেই দল গড়েন তিনি।

চাঙ্গি বিমানবন্দর পাসপোর্ট ছাড়াই ভ্রমণসেবা

মুক্তা বেগম সঙ্গে একজনকে নিয়ে পুরো ঢাকা শহরে চুরি ও ছিনতাই শুরু করেন। মানুষের সন্দেহ এড়াতে তিনি প্রতিবার ছিনতাইয়ে বের হওয়ার আগে বিউটি পার্লারে গিয়ে সেজে আসেন তিনি। বিউটি পার্লারের সাজ এবং বেশভূষা দেখে উচ্চবিত্ত মহিলা মনে হওয়ায় সহজেই কেউ সন্দেহ করে না তাদেরকে। এই সুযোগ কাজে লাগিয়ে চুরি, ছিনতাই করে যাচ্ছেন মুক্তা।

পুলিশ জানায়, মুক্তা বেগম গত রোরবারও পুরনো কায়দায় শাওন আফরোজ নামের এক মেয়ের মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শাওনের চিৎকারে আশেপাশের লোক এসে মুক্তাকে আটক করে। ৯৯৯ এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

One thought on “মায়ের শিক্ষা ও বিউটি পার্লারে সেজে ছিনতাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *