ভ্রমণ

চাঙ্গি বিমানবন্দর পাসপোর্ট ছাড়াই ভ্রমণসেবা

চাঙ্গি বিমানবন্দর পাসপোর্ট ছাড়াই ভ্রমণসেবা

ভ্রমণসেবাকে আরও সহজ ও উপভোগ্য করার লক্ষ্যে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর আগামী বছর থেকে পাসপোর্ট বিহীন চলাচল সুবিধা চালু করতে যাচ্ছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন বিমানবন্দরটির স্বয়ংক্রিয় অভিবাসন ছাড়পত্র প্রবর্তনে যাত্রীদের শুধু বায়োমেট্রিক ডাটা ব্যবহার করে পাসপোর্ট ছাড়াই শহর-রাজ্যে প্রস্থান করার অনুমতি মিলবে। গত বুধবার সিএনএন তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সোমবার দেশটির যোগাযোগমন্ত্রী জোসেফাইন টিও সংসদ অধিবেশন চলাকালে ঘোষণা করেন, সিঙ্গাপুর বিশ্বের প্রথম কয়েকটি দেশের মধ্যে একটি হবে যারা স্বয়ংক্রিয়, পাসপোর্ট মুক্ত অভিবাসন ছাড়পত্র প্রবর্তন করতে যাচ্ছে। বর্তমান সময়ে দেশের অভিবাসন আইনে বেশ কয়েকটি পরিবর্তন পাশ হয়েছে।

ইতোমধ্যে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপয়েন্টেতে সীমিত পরিসরে বায়োমেট্রিক প্রযুক্তি, মুখমণ্ডল শনাক্তকরণ সফটওয়্যারসহ বিভিন্ন স্বয়ংক্রিয় লেনও ব্যবহার হচ্ছে। যখন পুরোপরি পরিবর্তন আনা হবে তখন যাত্রীদের আর বারবার ভ্রমণ নথিপত্র উপস্থাপন করার প্রয়োজনীয়তা হবেনা এবং প্রক্রিয়াকরণ আরও নির্বিঘ্ন এবং সুবিধাজনক হবে।

ইন্টারনেটের গতি ও সুরক্ষায় পিছিয়েছে বাংলাদেশ

যোগাযোগমন্ত্রী জোসেফাইন টিও জানান, ব্যক্তি শনাক্তকরণের একক টোকেন তৈরি করতে বায়োমেট্রিক্স ব্যবহার করা হবে যা বিভিন্ন স্বয়ংক্রিয় টাচ পয়েন্টে নিযুক্ত হবে। পাসপোর্ট সঙ্গে আনার প্রয়োজন থাকবে না ব্যাগ ড্রপ থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, বোর্ডিং পাসের মতো কাজের জন্য। তবে সিঙ্গাপুরের বাইরে অন্য দেশ যারা পাসপোর্টমুক্ত ছাড়পত্র দেয় না সেসব দেশের জন্য পাসপোর্টের প্রয়োজন হবে জানান তিনি।

বিশ্বের ব্যস্ততম সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর ১০০টিরও বেশি এয়ারলাইন পরিষেবা দিয়ে থাকে। এখান থেকে প্রায় ১০০টি দেশ এবং ৪০০টি শহরে বিমান চলাচল সেবা চালু রয়েছে।

One thought on “চাঙ্গি বিমানবন্দর পাসপোর্ট ছাড়াই ভ্রমণসেবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *