নভেম্বর হতে ট্রেন চালু ভাঙ্গায় জনমনে আনন্দ উল্লাস
নভেম্বর হতে ট্রেন চালু ভাঙ্গায় জনমনে আনন্দ উল্লাস
আগামী পহেলা নভেম্বর পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। এই পথে চলাচল করবে সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬) নামের ট্রেনটি। বর্তমানে এই ট্রেনটি ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে খুলনা যাতায়ত করে। সুন্দরবন এক্সপ্রেস খুলনা থেকে ঢাকা পর্যন্ত যে সকল স্টেশনে যাত্রা বিরতি করবে বলে জানা গেছে, সেগুলো হল- দৌলতপুর- নোয়াপাড়া- যশোর- মোবারকগঞ্জ- কোর্টচাঁদপুর-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-পোড়াদহ জংশন – কুষ্টিয়া – রাজবাড়ী – ফরিদপুর এবং ভাঙ্গা জংশন।
রেলওয়ের রাজশাহী অঞ্চল সূত্রে জানা গেছে, সুন্দরবন এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর রুট পরিবর্তন করে খুলনা থেকে পহেলা নভেম্বর রাত ৯.৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ঢাকা পৌছুবে ২ নভেম্বর সকাল ০৫ টা ১০ মিনিটে। আবার সুন্দরবন এক্সপ্রেস এর ওই ট্রেনটি ঢাকা থেকে পদ্মা সেতুর উপর দিয়ে ২ নভেম্বর সকাল ৮ টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে ভাঙ্গা হয়ে খুলনায় পৌছুবে ঐদিন বিকেল ৩ টা ৫০ মিনিটে। এভাবেই প্রতিদিন থেকে ঢাকা-খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ট্রেনটি।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, সুন্দরবন এক্সপ্রেসটি পহেলা নভেম্বর থেকে ঢাকা-খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ও বেনাপোল এক্সপ্রেসটি নভেম্বরের ২ তারিখ থেকে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচল করবে।
এক ছবিতেই রাতারাতি বদলে গেল জীবন সোনিয়া বালানি
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের ম্যানেজার বলেন, আমরা সুন্দরবন এক্সপ্রেস এর সময়সূচি পেয়েছি। আর বেনাপোল এক্সপ্রেস নভেম্বরের ২ তারিখ থেকে চলাচল শুরু হবে। ওই ট্রেনটির সময়সূচি এখনো পাইনি।
উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচলের উদ্বোধন করেন। পহেলা নভেম্বর হতে ট্রেন চালু হওয়ার খবর শুনে ভাঙ্গায় জনমনে আনন্দ উল্লাস বিরাজ করছে। তারা বলেন, আমরা ব্যবসায়ীরা এবং চাকুরিজীবীরা নিরাপদে ঢাকা যাতায়াত করতে পারব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। নভেম্বর মাস থেকে ঢাকা যেতে পারবো ট্রেনে। এটা কল্পনাই করতে পারিনি আগে।
তবে অধিকাংশের মতামত, বাস ভাড়ার তুলনায় ট্রেনের ভাড়া আরো সহনশীল পর্যায়ে রাখলে যাত্রীদের সুবিধা হবে। তবে ভাড়া একটু বেশি হয়েছে। ভাড়া আরো কমানোর জন্য আবেদন জানাচ্ছি।
Pingback: অভিনেত্রী নীনা প্রযোজকের রুমে চলে যান - Amader Khabar