বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা
বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের উন্নয়নে ভারত সরকার সব সময় পাশে থাকবে বলে মন্তব্য করেছেন। প্রণয় ভার্মা বলেছেন, আমরা বর্তমানে বিভিন্ন ৯০টি প্রকল্প নিয়ে কাজ করছি। যার মধ্যে বর্তমানে সম্পন্ন হয়েছে ৭৬ টি প্রকল্প। যাতে ২ দেশের সীমান্ত যোগাযোগ উন্নত হয়। দুই দেশের জনগণের ও অর্থনৈতিক অন্তর্ভুক্তির পাশাপাশি উন্নয়ন সম্পর্ক জোরদার করার প্রক্রিয়াও এগিয়ে চলেছে।
গত সোমবার সন্ধ্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ভারত সরকারের অর্থায়নে কাশিনগর ডিগ্রি কলেজের নবনির্মিত অনার্স ভবনের উদ্বোধনকালে হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি।
হাইকমিশনার প্রণয় ভার্মা আরো বলেন, ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক ও পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ-ভারত শক্তিশালী বন্ধনে আবদ্ধ। স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালে আমাদের যৌথ সংগ্রাম এবং জনগণের আত্মত্যাগ উভয় দেশের মধ্যে অটুট সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন সৃষ্টি করেছে, যা অব্যাহত থাকবে।
মানবতার ছোঁয়া বাংলাদেশ ও ভুটানের সম্পর্কে
তিনি আরো বলেন, ভারত সরকারের অর্থায়নে ২০২০ সালে কাশিনগর ডিগ্রি কলেজের ভবনের কাজ শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি কলেজের ছাত্র-ছাত্রী ভালো পড়াশোনা করায় ভূমিকা রাখবে। ২০১৮ সালের ২৮ অক্টোবর তৎকালীন ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা এ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সম্পূর্ণ ভারতীয় অর্থায়নে এক কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা ভবন নির্মাণ করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কিবরিয়া মজুমদার যুগ্ম সচিব জাতীয় সংসদ সচিবালয়ের। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন খন্দকার মুশফিকুর রহমান জেলা প্রশাসক কুমিল্লা, পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় মোশারেফ হোসেন চেয়ারম্যান কাশিনগর ইউনিয়ন পরিষদ।
Pingback: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা বিশেষজ্ঞদের অভিমত - Amader Khabar