মানবতার ছোঁয়া বাংলাদেশ ও ভুটানের সম্পর্কে
মানবতার ছোঁয়া বাংলাদেশ ও ভুটানের সম্পর্কে
বাংলাদেশ ও ভুটানের মধ্যে চিকিৎসা সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হচ্ছে। বাংলাদেশের চিকিৎসকগণ স্বাস্থ্য কূটনীতির মাধ্যমে ভুটানে মানব সেবার অনন্য নজির স্থাপন করছেন। বাংলাদেশকে স্বাধীন দেশ স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের সকল ক্ষেত্রেই নিবিড় কূটনৈতিক সহযোগিতা বিদ্যমান রয়েছে।
তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি ক্যাম্প ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ভুটানের জিগমে দর্জি ওয়াংচুক ন্যাশনাল রেফারেল হাসপাতালে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর ১২ জন চিকিৎসক বিশেষ সার্জারি ক্যাম্প পরিচালনা করছেন, চিকিৎসকদলের নেতৃত্ব দিচ্ছেন ডা. সামন্ত লাল সেন। বাংলাদেশী চিকিৎসকগণ ভুটানের অগ্নিদগ্ধ ও প্লাস্টিক সার্জারি সংক্রান্ত জটিল অপারেশনের মাধ্যমে মানবিক সেবা প্রদান করছেন।
রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক ভুটানের জনগণের জন্য মানবিক সহযোগিতার বিষয়টিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে বুধবার বিশেষ বৈঠক করেন। এবং ভুটানের রাজা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত মোহাম্মদ মুইজ্জু
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক বাংলাদেশ ও ভুটানের জনগণের কল্যাণে স্বাস্থ্যসেবাসহ মানবিকতার সকল দিক ব্যবহারের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও নতুন নতুন মাইলফলক উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন। রাজা ওয়াংচুক এই মানবিক আয়োজনের জন্য ভুটানের থিম্পুস্থ বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়, চিকিৎসকদলের প্রধান ডা. সামন্ত লাল সেন ও বাংলাদেশের চিকিৎসকগণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Pingback: বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা - Amader Khabar