তথ্য ও প্রযুক্তি

পৃথিবীর নানা দেশের রেডিও এই অ্যাপে সরাসরি শোনা যায়

পৃথিবীর নানা দেশের রেডিও এই অ্যাপে সরাসরি শোনা যায়

অনেকেই নিয়মিত ফোনে এফএম রেডিও স্টেশনের গান শোনেন। এক দেশে বসে অন্য দেশের রেডিও স্টেশনগুলোর ফ্রিকোয়েন্সি না থাকায় গান ফোনে শোনা যায় না। এর সমাধান দেবে নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক ‘রেডিও গার্ডেন’ অ্যাপ। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নামানোর পর চাইলেই অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রেডিও স্টেশনের গান বা অনুষ্ঠান শোনা যায়।

শুধু তাই নয়, রেডিও গার্ডেনের ওয়েবসাইটে প্রবেশ করে কম্পিউটার থেকেও বিভিন্ন দেশের রেডিও স্টেশনগুলোর গান বা অনুষ্ঠান সরাসরি শোনা সম্ভব। অ্যাপটি পৃথিবীর ত্রিমাত্রিক মানচিত্রও বটে, মানচিত্রে অসংখ্য সবুজ বিন্দু ছড়িয়ে আছে বিশ্বের সব দেশের নানা শহরজুড়। যেকোনো শহরের অবস্থানে থাকা বিন্দুতে গেলেই শোনা যাবে সেখানকার রেডিও। এখানে রেডিও স্টেশন মানেই সবুজ বিন্দু।

আপডেট হলো ১২ শ কোটি মাইল দূরের সফটওয়্যার

মুঠোফোনে ব্যবহার করতে:-
রেডিও গার্ডেন অ্যাপটি ব্যবহারের জন্য প্রথমেই গুগল প্লে স্টোরে প্রবেশ করে https://play.google.com/store/apps/details?id=com.jonathanpuckey.radiogarden&hl=en&gl=US লিংক থেকে অ্যাপটি নামাতে হবে। এরপর অ্যাপটি ইনস্টল করে চালু করলেই পৃথিবীর ত্রিমাত্রিক মানচিত্র দেখা যাবে। পৃথিবীর মানচিত্রে থাকা যেকোনো দেশ বা শহর চিহ্নিত করলে অসংখ্য সবুজ বিন্দু সেখানকার স্থানীয় রেডিও স্টেশনগুলো দেখা যাবে।

যেকোনো বিন্দুতে ক্লিক করলেই সেই রেডিও স্টেশনের গান বা অনুষ্ঠান শোনা যাবে। পর্দার বাম পাশে থাকা নেক্সট বাটনে ক্লিক করে রেডিও স্টেশনও পরিবর্তন করতে হবে। বিজ্ঞাপন ছাড়া বিভিন্ন দেশের রেডিও স্টেশনের গান বা অনুষ্ঠান সরাসরি শোনার সুযোগ থাকায় এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে ১ কোটির বেশি রেডিও গার্ডেন অ্যাপটি নামানো হয়েছে। অ্যাপটির রেটিংও বেশ ভালো ৪.৭।

কম্পিউটারে ব্যবহার করতে:-
কম্পিউটারে রেডিও গার্ডেনের ওয়েবসাইটে প্রবেশ করেই সহজেই অনলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রেডিও স্টেশনের গান বা অনুষ্ঠান শোনা যায়। এ জন্য অ্যাপও নামাতে হবে না। https://radio.garden/?r=1 ঠিকানার ওয়েবসাইটে প্রবেশ করেই রেডিও গার্ডেন অ্যাপের সকল সুবিধা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *