তথ্য ও প্রযুক্তি

শাওমি ১৩ প্রো তে দুর্ধর্ষ ক্যামেরাও হাইপার চার্জিং…

গ্লোবাল মার্কেটে এই লাইন আপে স্ট্যান্ডার্ড ও প্রো ভার্সনের পাশাপাশি শাওমি ১৩ লাইট নামে একটি নতুন মডেল আসবে বলে জানা গেছে। শাওমি গত বছর ডিসেম্বরে শাওমি ১৩ এবং শাওমি ১৩ প্রো নামে দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন চীনে লঞ্চ করেছে। চীন সীমানা পেরিয়ে এবার বিশ্ব বাজারে আসছে শাওমি ১৩ সিরিজ।

শাওমি ১৩ প্রো হ্যান্ডসেট টি চীনে ৬.৭৩ ইঞ্চির ২K ওলেড OLED. ডিসপ্লে সহ উন্মোচিত হয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট এবং ১৯০০ নিট পিক ব্রাইটনেস প্রদান করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো জিপিইউ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, শাওমি ১৩ প্রো-এর ব্যাক প্যানেলে লাইকা Leica টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি ১৩ প্রো-এ ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ব্যবহার করা হয়েছে ৪৮২০ এমএএইচ ব্যাটারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *