বিনোদন

সবসময় ভালো মানুষ হতে চেয়েছি মৌসুমী হামিদ

সবসময় ভালো মানুষ হতে চেয়েছি মৌসুমী হামিদ

প্রায় এক যুগ ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করছেন মৌসুমী হামিদ। ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেও। এক যুগের এ পথচলায় অসংখ্য নাটক করেছেন, সেসব দর্শকপ্রিয়তাও পেয়েছে। ওয়েব সিরিজেও নিজেকে ব্যস্ত রেখেছেন।

তার নতুন দুটি সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে যার একটি হলো যাপিত জীবন। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। সরকারি অনুদানের এই সিনেমায় মৌসুমী হামিদ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। নয়া মানুষ’ নামে আরও একটি সিনেমা করেছেন মৌসুমী হামিদ, এই সিনামাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে। নয়া মানুষ’ পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। নয়া মানুষ’ সিনেমার শুটিং হয়েছে চরের মধ্যে। তিনি বলেন, চরের মানুষের জীবনের গল্প নিয়ে নয়া মানুষ সিনেমা, বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের কাহিনী আমিও তাদেরই একজন।

মৌসুমী বলেন, অনেক কষ্ট করে চরের মধ্যে শুটিং করেছি। চরের মধ্যেই থেকেছি, সারাদিন শুটিং করতে হয়েছে। অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি।

যাপিত জীবন সম্পর্কে মৌসুমী বলেন, এটা দেশভাগ ও ভাষা আন্দোলনের সিনেমা, খুব ইমোশনাল গল্প। অসাধারণ একটি গল্প সবারই ভালো লাগবে।

নেভার ডেট আ ম্যারিড ম্যান মাসাবা গুপ্তা

অভিনয় ক্যারিয়ারে মৌসুমী হামিদ পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় যেমন অভিনয় করেছেন, পাশাপাশি ভিন্নধারার গল্পনির্ভর সিনেমাতেও কাজ করেছেন। সব ধরনের চরিত্রে অভিনয় করতে চাই। চ্যালেঞ্জ নেওয়া যায় এমন চরিত্রই বেশি টানে।

মৌসুমী হামিদ লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে নাম লেখান। সাতক্ষীরার তালা থানার ঝিল নলতায় গ্রামে বাড়ি। নিজ প্রচেষ্টায় সেখান থেকে আজ তিনি দর্শকপ্রিয় অভিনেত্রী। মৌসুমী বলেন যখনই গ্রামে যাই সেই জীবনটায় ফিরে যাই দারুণ লাগে তখন। আমি সবসময় ভালো মানুষ হতে চেয়েছি। সেটা হতে পেরেছি এটা আমার অর্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *