কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত…
কিশোরগঞ্জের ভৈরবে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত…
বুধবার ৮ মার্চ ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এই বিষয়কে প্রতিপাদ্য করে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে কিশোরগঞ্জের ভৈরবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় যৌথ আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উদযাপনে বেলা ১১টার দিকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হাজী আসমত সরকারি কলেজ পর্যন্ত প্রদক্ষিণ শেষে ফিরে আসে। পরে দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথিরব বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
এ সময় তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদ-পদবীতে নারীদের অবস্থান এবং গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে সংসার জীবনের নারীর সম্মান ও মতামতকে গুরুত্ব দিতে পুরুষদের প্রতি আহ্বান জানান। তিনি বক্তব্যে নারী-পুরুষ বৈষম্য নিরসন ও নারীর ক্ষমতায়নে বর্তমান সরকারের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারি কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা সাগর হোসেন সৌরভ, নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা, সমাজ সেবা কর্মকর্তা রিফ্ফাত জাহান ত্রপা, ভেটেরেনারি সার্জন ডা. সাইফুল আজম ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আফজাল হোসেন মোল্লা। অনুষ্ঠানে নারীদের নিয়ে লেখা স্বরচিত কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিকার ফারহানা বেগম লিপি।