ভৈরবে সাইলেন্সারের বিকট শব্দে করে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র সংঘর্ষ…
ভৈরবে সাইলেন্সারের বিকট শব্দে করে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র সংঘর্ষ…
১১ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ভৈরবপুর উত্তর পাড়া আলিম সরকারের বাড়ির ও ভৈরবপুর দক্ষিণ পাড়া বাউরার বাড়ির লোকজনের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করার অভিযোগ উঠে।
সংঘর্ষ নিয়ন্ত্রণ আনতে পুলিশকে ৪০ রাউন্ড রাবার বুলেট ও ১২ রাউন্ড সিসার বুলেট নিক্ষেপ করতে হয়। আহতদের মধ্যে একজনকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার ১০ মার্চ, বিকেলে ভৈরবপুর উত্তর পাড়ার আলিম সরকার বাড়ির নূরের সঙ্গে বাউরার বাড়ির এলাকার প্রান্তসহ কয়েকজনের মোটরসাইকেলের সাইলেন্সারের বিকট শব্দ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়ে এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে স্থানীয়রা শনিবার রাত ৮টার দিকে মীমাংসা করার কথা থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু’গ্রুপ ককটেল, লাঠিসোটা, দা, বল্লম, রামদা, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের বিরুদ্ধে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ পাওয়া যায়। পুলিশ সংঘর্ষকারীদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট নিক্ষেপ করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম বলেন একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ মহল্লাবাসীর মধ্যে সন্ধ্যার পর থেকেই সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় ৩ পুলিশ সদস্য আহত হন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।