মহানবীকে (স.) নিয়ে কটূক্তি, কলেজছাত্রীর কারাদণ্ড
মহানবীকে (স.) নিয়ে কটূক্তি, কলেজছাত্রীর কারাদণ্ড
মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার মামলায় রাজধানীর বকশিবাজারস্থ বেগম বদরুন্নেছার কলেজের ছাত্রী ইসরাত জাহান রেইলির দুই বছর ৭ মাস কারাবাসের মেয়াদকে কারাদণ্ড হিসেবে রায় দিয়েছেন আদালত।
আজ বুধবার আসামির স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তির ভিত্তিকে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। ঐ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম বলেন, আসামি ইসরাত জাহান রেইলি বেগম বদরুন্নেছার কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
তিনি মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ২০২০ সালের নভেম্বরে ফেসবুকে জঘন্যতম কটূক্তি করেন। সে বিষয়ে আজ তিনি আদালতে দোষ স্বীকার করে ও ক্ষমা প্রার্থনা করেন। ছোট একটি সন্তান রয়েছে আসামির। আসামি স্বেচ্ছায় অপরাধ স্বীকার করায় আদালত তার কারাবাসের মেয়াদ দুই বছর ৭ মাসকে কারাদণ্ড ধরে রায় দিয়েছেন, যোগ করেন এই আইনজীবী।
আদালতে এ মামলার শুনানিকালে ২০২০ সালের ৬ নভেম্বর থেকে ইসরাত জাহান রেইলিকে কারাগারে থাকা এদিন কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলায় চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল এদিন। ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান আসামি পক্ষে আইনজীবী হিসেবে দীর্ঘদিন হাজতবাস এবং শিশু সন্তান থাকার বিবেচনায় জামিনের আবেদন করেন।
বাসি রুটির উপকারিতা জানলে
শুনানির কালে বিচারক বলেন, কারাবাস অনেক দিন হয়েছে যদি আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করে তবে আসামি কারাবাসের মেয়াদকে কারাদণ্ড হিসেবে ঘোষণা করতে পারি। তখন আইনজীবী আসামির সঙ্গে এ সংক্রান্তে কথা বলেন। তবে প্রথমে আসামি বলতে চান যে, তিনি এ তথ্য ছাড়াননি বা মোবাইলও তার নয়। এ অপরাধ করেননি তিনি। তখন আইনজীবী বুঝিয়ে বলেন যে, পুলিশ চার্জশিট দিয়েছেন, এ মামলার বিচার আরও কত বছর পর শেষ হবে ঠিক ভাবে বলা যায় না। এরপর সে দোষ স্বীকার করতে রাজি হন।
মহানবী হযরত মুহাম্মদ (স.) কে ফেসবুকে কটূক্তির পোস্ট দেওয়ার অভিযোগে ২০২০ সালের ৬ নভেম্বর র্যাব-৪ এর হাতে গ্রেপ্তার হন ইসরাত জাহান রেইলি। এই ঘটনা একটি মামলা হয় রাজধানীর দারুসসালাম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে। এ মামলায় চার্জশিট দাখিল হয় ২০২২ সালে।
Pingback: বান্দরবানে সেনা টহলে দুই সৈনিক নিহত - Amader Khabar