জাতীয়

২১ ঘণ্টা পর সীতাকুণ্ডে আগুন নিভল…

২১ ঘণ্টা পর সীতাকুণ্ডে আগুন নিভল…

ঐ তুলার গুদামে একটি কোম্পানির আমদানি করা ২ হাজার ৭০০ টন তুলা মজুদ ছিল।

সীতাকুণ্ডে তুলার গুদামে লাগার আগুন প্রায় ২১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে বলেছেন জেলা প্রশাসনের এনডিসি তৌহিদুল ইসলাম।
রোববার সকালে তিনি বলেন, সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া আছে। তাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার আউট ঘোষণা করা হয়নি। পর্যাপ্ত পানি না পাওয়ায় দীর্ঘ চেষ্টাতে ওই গুদামের আগুন নেভানো যাচ্ছিল না। আশপাশের পুকুরসহ বিভিন্ন জলাধারের পানি শেষ হয়ে যাওয়ায় ক্যান্টনমেন্ট, ভাটিয়ারি, বাড়বকুণ্ডসহ বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করা হয়। এনডিসি তৌহিদুল ইসলাম বলেন, গুদামে তুলার পরিমাণে বেশি হওয়ায় এক অংশের আগুন নির্বাপণ করার পর স্তূপের নিচ থেকে আরেক অংশে আগুন ছড়াচ্ছিল। ছোট কুমিরা এলাকার ইউনিটেক্স নামে একটি কোম্পানির আমদানি করা দুই হাজার ৭০০ টন তুলা মজুদ ছিল সেখানে।

প্রায় ১০ একর আয়তনের এ গোডাউনের চারদিকের দেয়াল নিয়ন্ত্রিতভাবে বুলডোজার দিয়ে ভেঙে চতুর্দিক থেকে ফায়ার টেন্ডার (পানি ছড়ানোর মেশিন) প্রবেশ করাতে হয়েছে। এক্সক্যাভেটর ও পেলোডার মেশিন ব্যবহার করে তুলার স্তূপ অপসারণ করে সেখানে পানি ছিটানো হয়েছে। আগুন নেভাতে পানি ছাড়া অন্য কোনো রাসায়নিক বা পাউডার ব্যবহার করার উপায় ছিল না। কিন্তু এত পানির উৎসও আশপাশে নেই। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাপাশি, সেনা, নৌবাহিনী ও বিজিবির চারটি করে এবং বিমান বাহিনীর দুটি ইউনিটসহ মোট ২২টি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনের সময় আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা চাওয়ার কথা বলেছিলেন। পরে সেনা, নৌ, বিমান বাহিনী ও বিজিবি`র ফায়ার ফাইটিং ইউনিটগুলো রাতেই ফায়ার সার্ভিসের সাথে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

আগুন লাগার কারণ অনুসন্ধানে চট্টগ্রামের স্থানীয় সরকার বিষয়ক উপ পরিচালক বদিউল আলমকে প্রধান করে জেলা প্রশাসনেরর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার একজন, ফায়ার সার্ভিস, শিল্প পুলিশ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের একজন করে প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলার ইউএনও ও থানার ওসি, বিটিএমসি, বিটিএমইএ ও বিস্ফোরক পরিদপ্তরের একজন করে প্রতিনিধি রাখা হয়েছে কমিটিতে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *