অন্যরকম খবর

কোন দেশে কী খাবার খাওয়া নিষিদ্ধ জানেন কি?

সোমালিয়ায শিঙাড়া সামুচা নিষিদ্ধ। হলুদ রঙ নিষিদ্ধ করেছে মালয়েশিয়া, চুইংগাম নিষিদ্ধ সিঙ্গাপুরে,ভিডিও গেম নিষিদ্ধ গ্রীসে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে নিষিদ্ধ স্যামন মাছে, নীল রঙের জিন্স পরা যায় না উত্তর কোরিয়ায়।

কোন দেশে কী খাবার খাওয়া নিষিদ্ধ জানেন কি?

চা-শিঙাড়া সবার প্রথম পছন্দ বন্ধুদের সঙ্গে আড্ডা, সকালে নাস্তা হোক কিংবা বিকালের স্ন্যাকস বা ক্লাসের ফাঁকে ছোট ক্ষুধা মেটাতে। এই চা-শিঙাড়া বা সমুচা টমেটো সস দিয়ে খেতে পছন্দ করেন না এমন বাঙালি কমই আছেন। আমরা শুধু দেশেই নয়, দেশে গিয়েও অনেক দাম দিয়ে এই স্ন্যাকস খাওয়ার চেষ্টা অনেকেই।

তবে জানেন কি? একটি দেশে নিষিদ্ধ এই মজার খাবারটি। একেবারে আইন করে নিষিদ্ধ এই খাবার বানানো, বিক্রি করা বা খাওয়া সবই নিষিদ্ধ। যে দেশটি কথা বলছি, সেটা হচ্ছে সোমালিয়ায। সোমালিয়ায শিঙাড়া সামুচা নিষিদ্ধ। সোমালিয়ায গেলে কখনো ভুলেও শিঙাড়ার কথা বলবেন না, বিপদে পারেন নিচিৎ।

চরমপন্থী গোষ্ঠী আল-শাবাব মূলত সোমালিয়ায শিঙাড়া তৈরি, খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করেছে। চরমপন্থী গোষ্ঠীর বিশ্বাস করে যে শিঙাড়া তিনটি বিন্দু খ্রিস্টানদের পবিত্র প্রতীক। সোমালিয়ায় যেমন শিঙাড়া খাওয়া যায় না, কেচ-আপ বা টমেটো সসও তেমনই খাওয়া যায় না ফ্রান্সে গোটা দেশেই নিষিদ্ধ কেচ-আপ বা টমেটো সস।

এছাড়াও নানা বৈচিত্র্য পৃথিবী জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে যেমন বিভিন্ন মানুষ বিভিন্ন রকম, পোশাক আলাদা আলাদা, ভাষার বৈচিত্র্য ও চোখে পড়ার মতো রয়েছে অদ্ভুত সব নিয়ম-কানুন। এই সব নিয়ম-কানুন লঙ্ঘন করলে সমস্যায় পড়তে হতে পারে। এমন কিছু আইন আছে যা জানলে অবাক হতে হয়।

## চুইংগাম নিষিদ্ধ সিঙ্গাপুরে, সেখানে ১৯৯২ সালে এক ব্যক্তি একটি গাড়িতে চুইংগাম আটকে দেওয়ায় পরিবহন পরিষেবা কয়েক ঘণ্টা বিঘ্নিত হয়েছিল এবং দুর্ভোগে পড়তে হয়েছিল জনগণকে। তারপর থেকে চুইংগাম নিষিদ্ধ সিঙ্গাপুরে।

## হলুদ রঙ নিষিদ্ধ করেছে মালয়েশিয়া সরকার, সে দেশে ২০১৫ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লোকজন হলুদ টি-শার্ট পরেছিল। সেটা নিয়ন্ত্রণে আনতেই মালয়েশিয়ার সরকার সরকারি জায়গায় হলুদ রঙের পোশাক নিষিদ্ধ করেছিল।

আরও পড়ুন: জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার

## ভিডিও গেম নিষিদ্ধ গ্রীসে, শুধু ভিডিও গেম নয়, সকল প্রকারের কম্পিউটার গেম নিষিদ্ধ। আইন তৈরি করে ২০০২-তে গেম নিষিদ্ধ করা হয়েছে গ্রীসে।

## নীল রঙের জিন্স পরা যায় না উত্তর কোরিয়ায়। উত্তর কোরিয়ায় শাসকের দাবি, নীল রং তাদের আমেরিকার কথা মনে করিয়ে দেয়, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

## অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে নিষিদ্ধ স্যামন মাছ, এই বিখ্যাত গোলাপী-কমলা মাছটির প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় বলে মনে করা হয়। মাছটিতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি সেলেনিয়াম এবং ভিটামিন ও উল্লেখযোগ্য স্বাস্থ্য উপকারিতা আছ। স্যামন মাছ ইমিউন সিস্টেম বাড়াতে সাহায্য করে সেইসঙ্গে মস্তিষ্ক এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। স্যামন মাছে এত বেশি স্বাস্থ্য উপকারিতা থাকলেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এটি খাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *