ব্যাংক এশিয়ার ১৫ শতাংশ নগদ লভ্যাংশ
৩১ ডিসেম্বর, ২০২২ বিনিয়োগকারীদের নগদ ১৫ শতাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড। শনিবার ১৮ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২.৩৪ টাকা। ৩১ ডিসেম্বর, ২০২২ হিসাববছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৪১ টাকা।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি পরিচালনা পর্ষদ। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৬ এপ্রিল।