জাতীয়

জি জে ক্যাপস অ্যান্ড হেড ওয়্যার কারখানায় ভয়াবহ আগুন

জি জে ক্যাপস অ্যান্ড হেড ওয়্যার কারখানায় ভয়াবহ আগুন

ক্যাপ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরের টঙ্গী সাতাইশ গাজীপুরা এলাকায়। টঙ্গী, উত্তরা ও গাজীপুর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জি জে ক্যাপস অ্যান্ড হেড ওয়্যার নামের কারখানায় রোববার রাত পৌনে নয়টার দিকে আগুন লাগে। কর্তৃপক্ষের দাবি, কারখানার শ্রমিকরা কারখানায় আগুন দিয়েছে।

শ্রমিকরা জানায়, শ্রমিকদের গত মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এবং প্রতিমাসেই তাদেরকে অতিরিক্ত কাজের টার্গেট দেওয়া হতো, টার্গেট পূরণে ব্যর্থ ওইসব শ্রমিককে চাকরি ছাড়তে বাধ্য করা হতো। এ নিয়ে শ্রমিকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। বকেয়া বেতন পরিশোধ ও কাজের টার্গেট নিয়ে কারখানা কর্তৃপক্ষের লোকজনের সঙ্গে দুপুরে শ্রমিকদের কথাকাটাকাটি হয় এবং বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুরের খাবারের পর কাজ বন্ধ করে দেয়।

রাতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে মালিকপক্ষ, পুলিশ ও শ্রমিকপক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় বৈঠক হওয়ার পরও কোনো সুরাহা না হওয়ায়। শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ থানা ও শিল্প পুলিশ। একপর্যায়ে রাত পৌনে ৯ টার দিকে কারখানার ৫ম তলায় দাউ দাউ করে আগুন জ্বলে উঠতে দেখে। এ সময় ৫ম তলা থেকে আগুনের লেলিহান শিখা চতুর্থ ও তৃতীয়তলার তৈরি ক্যাপ ও কাঁচামালে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উত্তরা, টঙ্গী, গাজীপুর ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

মণিপুর জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গায়

এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা বলেন, শ্রমিকদের কেবলমাত্র বকেয়া রয়েছে মার্চ মাসের বেতন। তাদের বেতন পরিশোধের কথা ছিল আগামী বুধবার। এছাড়া টার্গেট ফিলআপের বিষয় নিয়ে শ্রমিকদের সঙ্গে একটা সমস্যা চলছিল। সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ফাঁকে শ্রমিকরা কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে। সবকিছু শেষ হয়ে গেছে কারখানার।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে, এছাড়াও আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছেন।

2 thoughts on “জি জে ক্যাপস অ্যান্ড হেড ওয়্যার কারখানায় ভয়াবহ আগুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *