আন্তর্জাতিকজাতীয়

সৌদি ব্যবসায়ীদের গন্তব্য, বাংলাদেশ

সৌদি বিনিয়োগকারীরা এখানে বিভিন্ন সুযোগ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল দুহাইলান। সৌদি ব্যবসায়ী ও কোম্পানিগুলোর নতুন গন্তব্যস্থল এখন বাংলাদেশ হতে যাচ্ছে।

মঙ্গলবার ২৮ মার্চ, দূতাবাসে সাংবাদিকদের সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে কেন আসতে চায় সে বিষয়ের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রথম বিষয় হচ্ছে এখানে স্থিতিশীলতা এবং নিরাপত্তা আছে। বাংলাদেশের বিনিয়োগ আইন-কানুন ভালো, এটি বিনিয়োগকে সুরক্ষা দিয়ে থাকে ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশ সরকার অনেক সুবিধা দিচ্ছে। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ় এবং বহুমুখী জানিয়ে তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক শুধুমাত্র হজ, ওমরাহ, শ্রমবাজার বা সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের মধ্যে সম্পর্কের নতুন ফোকাস হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ। সৌদি বিনিয়োগকারীদের আগ্রহের জায়গা হচ্ছে গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিক, চিনি শিল্প ও পেপার শিল্প বলে জানান তিনি।

কয়েক সপ্তাহ আগে সৌদি আরবের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে ৬০ জনের বেশি সরকারি ও বেসরকারি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা সফর করেছে। ব্যবসায়ী দলটি এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছে ও চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে এবং এর মাধ্যমে ১৪০ কোটি ডলার বিনিয়োগ হতে পারে। রেড সি গেট কোম্পানি
চট্টগ্রাম বন্দরে একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার জন্য আলোচনা চালাচ্ছে সৌদি আরবের রেড সি গেট কোম্পানি, এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বাংলাদেশি একটি প্রতিনিধিদল শিগগিরই সৌদি আরবে যাবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আলোচনার জন্য।

সৌদি রাষ্ট্রদূত বলেন, আগামী ছয় মাসের মধ্যে আমরা আশা করছি তারা এখানে তাদের কার্যক্রম শুরু করবে। রেড সি কোম্পানি বাংলাদেশে ১২০ কোটি ডলার বিনিয়োগ করতে চায়। বাংলাদেশি ব্যবসায়ীরা সৌদি আরবে গিয়েও ব্যবসা করতে পারে এবং সেটিকে সৌদি আরব স্বাগত জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *