জাতীয়

জাইকার ১২৭ কোটি ডলার ঋণ নিতে চুক্তি সই

জাইকার ১২৭ কোটি ডলার ঋণ নিতে চুক্তি সই

তিন প্রকল্পে যাবে এই অর্থ বন্দর, মহাসড়ক এবং রেল।

জাপান সরকারের পক্ষ থেকে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থা (জাইকা) বাংলাদেশ সরকারকে ঋণ দেবে। মাতারবাড়ি বন্দর উন্নয়ন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন এবং জয়দেবপুর-ঈশ্বরদী ডাবল ডুয়েল গেজ নির্মাণ প্রকল্পের জন্য বাংলাদেশকে ১২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান।

বুধবার জাপান সরকার, জাইকা এবং বাংলাদেশ সরকারের মধ্যে এই সংক্রান্ত ঋণ ও মুদ্রা বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার ৩৩৫ কোটি টাকা। ১০ বছরের রেয়াতকালসহ ১.২ শতাংশ সুদে ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে। ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয় বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ঋণ চুক্তিতে শরিফা খানের সঙ্গে সই করেন জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে। বাংলাদেশ সরকারে পক্ষে ইআরডি সচিব শরিফা খান এবং বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এক্সচেঞ্জ অব নোট সই করেন। অনুষ্ঠানে জানানো হয়, এই ঋণের মধ্যে মাতারবাড়ি পোর্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট এর জন্য জোগান দেওয়া হবে ৮১ কোটি ১০ লাখ ডলার। ২০২০ সালের মার্চ মাসে একনেক সভায় অনুমোদন পাওয়া প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৭৭৭ কোটি ১৬ লাখ টাকা। ১২ হাজার ৮৯২ কোটি ৭৬ লাখ টাকা এর মধ্যে জাইকার ঋণ (প্রকল্প সাহায্য)। জাইকার ঋণ থেকে ঢাকা-চট্টগ্রামে মহাসড়ক উন্নয়ন প্রকল্পে দেওয়া হবে ৪২ কোটি ৯০ লাখ ডলার। জয়দেবপুর-ঈশ্বরদী রুটে ৩ কোটি ২৫ লাখ ডলার জোগান দেওয়া হবে জাইকার ঋণ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *