মেসিকে প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব
এতদিন গুঞ্জনের পর্যায়েই ছিল ব্যাপারটা। কিন্তু ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুসারে সেটা আর গুঞ্জন নয়। ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে সৌদি আরবের লিগে ভেড়াতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আল হিলাল।
মেসিকে দলে ভেড়াতে বিশাল অঙ্কের টোপই নাকি ফেলা হয়েছে। বলা হচ্ছে, বছরে পারিশ্রমিক ধরা হয়েছে বছরে ৪০ কোটি ইউরোর বেশি। বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৬ কোটি ৯১ লাখ টাকার বেশি। তাতে এটা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে, পিএসজিতে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া মেসিকে দলে ভেড়ানোর লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে রয়েছে সৌদি প্রো লিগের এই ক্লাবও। পিএসজিতে এই গ্রীষ্মেই মেয়াদ শেষ হয়ে যাবে আর্জেন্টাইন তারকার। এটা জানা গেছে, মেসি ইউরোপেই ক্যারিয়ার লম্বা করতে চাইছেন। পিএসজি থেকে প্রস্তাব আসলেও সেটি গ্রহণ করেননি এখনও।
ইএসপিএনের দেওয়া তথ্য অনুযায়ী, মেসি প্যারিসে থাকতে মোটেও রাজি নন। তার ওপর বেতন কমাতেও আগ্রহী নন তিনি। ফলে এটা দেখার বিষয় এই সময়ে কী ধরনের প্রস্তাব তাকে প্রলুব্ধ করতে পারে।
মেসিকে দলে ভেড়ানোর চেষ্টায় থাকা বার্সেলোনাও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) ঝামেলায় জড়িয়ে আছে। যার আওতায় ক্লাবের আয় ও ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই দল সাজানোর নিয়ম। সেই জায়গায় আগেই ঝামেলায় জড়ানোয় এর রায় আসার পরেই বার্সা কিছু করতে পারবে।