অন্যরকম খবরজাতীয়

জিলাপি প্রতি কেজি ২০ হাজার টাকা ঢাকায়

এক বিশেষ ধরনের জিলাপি এনেছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যার প্রতি কেজির মূল্য ২০,০০০/- টাকা। বুধবার ৫ এপ্রিল, থেকে বিশেষ ধরনের স্বর্ণের প্রলেপ দেওয়া জিলাপি পাওয়া যাচ্ছে এই পাঁচ তারকা হোটেলে।

ফেসবুক পোস্টেও স্বর্ণের জিলাপি বিক্রির তথ্য নিশ্চিত করেছে হোটেল কর্তৃপক্ষ। পোস্টের সঙ্গে দেয়া হয়েছে এ বিশেষ জিলাপির ছবিও। গহনা হিসেবে ব্যবহারের পাশাশি আরেক ধরনের বিশেষ স্বর্ণ খাবার হিসেবেও ব্যবহার করা যায়। সেই স্বর্ণই ব্যবহার করেছে এই জিলাপিতে ইন্টারকন্টিনেন্টাল।

স্বর্ণে মোড়ানো জিলাপি খেতে হলে গ্রাহককে খরচ করতে হবে ২০,০০০/- টাকা। সাধারণ জাফরান জিলাপির দাম রাখা হয় কেজিপ্রতি ১,৮০০/- টাকা করে। তাদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি কেজি জিলাপিতে ২৪ ক্যারেটের খাবার উপযোগী স্বর্ণের ২০ থেকে ২২ টি লিফ বা পাতলা পাত থাকবে। একজন গ্রাহক ৫,০০০/- টাকা দিয়ে ন্যূনতম ২৫০ গ্রাম জিলাপি কিনতে পারবেন। ইতিমধ্যে ৫-৬টি গ্রাহকের অর্ডার সরবরাহ করা হয়েছে। এ ছাড়া আরও কিছু অর্ডার তাদের কাছে আছে। রমজানে ভোক্তাদের ভিন্ন কিছুর স্বাদ দিতেই এ আয়োজন।

গত বছরের জুলাই মাসে রাজধানীর বনানীর পাঁচ তারকা হোটেল সারিনা তাদের ১৯ তম বর্ষপূর্তিতে বিশেষ স্বর্ণে মোড়ানো আইসক্রিম বিক্রির খবর বেশ সাড়া ফেলেছিল। ২৪ ক্যারেটের খাওয়ারযোগ্য স্বর্ণ দিয়ে তৈরি ওই আইসক্রিমের দাম ছিল ৯৯,৯৯৯/- টাকা। মাত্র ২৪ ঘণ্টায় অভাবনীয় সাড়া পায় সারিনা হোটেল কর্তৃপক্ষ। অনেক ফরমাশ আসতে থাকায় তারা একপর্যায়ে সেই লাখ টাকার স্বর্ণেরে আইসক্রিম বিক্রির অর্ডার নেওয়া বন্ধ রাখে।

6 thoughts on “জিলাপি প্রতি কেজি ২০ হাজার টাকা ঢাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *