বিনোদন

ধর্ম কখনও সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি

ধর্ম কখনও তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে ২০০৫ সালে অভিনেত্রী শাবানা রাজাকে বিয়ে করেছিলেন মনোজ বাজপেয়ী। সম্প্রতি এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ইসলাম ধর্মাবলম্বী শাবানাকে বিয়ে নিয়ে মুখ খুলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। আমি একজন গর্বিত হিন্দু, আর আমার স্ত্রী একজন গর্বিত মুসলিম।

ধর্মে বিয়ে নিয়ে পরিবারের তরফে কি কখনও আপত্তির মুখোমুখি হতে হয়েছিল? এনিয়ে বাজপেয়ী বলেন, তাদের পরিবারের তরফে এখনো কোনও বাধার মুখোমুখি তারা হননি। এগুলো নিয়ে আমাদের মধ্যে কখনও আলোচনা হয় না, তবে এগুলো আমাদের সম্পর্কে রয়েছে। মনোজ বাজপেয়ী বলেন, শাবানার সঙ্গে আমার বিয়ে, ধর্মের চেয়েও বেশি, আমরা একে অপরের মধ্যে কিছু অকথিত মূল্যবোধ ভাগ করেনি। কখনও এই মূল্যবোধের পরিবর্তন হলে এ সম্পর্ক স্থায়ী হবে না।

অভিনেতা বলেন, আমি ব্রাহ্মণ পরিবার থেকে এসেছি, আমার পরিবারের অনেক খ্যাতি এবং প্রতিপত্তি ছিল। ভিন ধর্মে বিয়ে নিয়ে পরিবারের সদস্যদের যদিও কোনও আপত্তি থেকেও থাকে, ওরা কখনও তা প্রকাশ করেননি। তবে আশ্চর্যের বিষয় ওরা কখনও এটা নিয়ে কথা বলেননি। মনোজ আরও বলেন, আমার স্ত্রী শাবানা ধার্মিক নন, তবে ও ভীষণভাবেই আধ্যাত্মিক। ও একজন গর্বিত মুসলিম, আর আমি গর্বিত হিন্দু। ধর্মের বিষয় নিয়ে আমাদের মধ্যে কখনও কোনও বিরোধ বাঁধেনি। আমাদের মধ্যে অলিখিত শর্ত রয়েছে, কেউ কখনও কারোর ধর্ম বিরোধী কোনও মন্তব্য করবে না।

মনোজ জানান, তাদের মেয়ে যখন তৃতীয় কিংবা চতুর্থ শ্রেণিতে পড়ে, তখন সে একবার ওর মাকে জিজ্ঞাসা করেছিল, যে ওর ধর্ম কী? অভিনেতা জানান, স্কুলে আলোচনা হয়েছিল বলেই এমন প্রশ্ন করেছিল তার মেয়ে। আমি যখন আমার মেয়েকে পাল্টা প্রশ্ন করি, ও কী ধর্ম অনুসরণ করতে চায়? তখন ওর উত্তর ছিল বৌদ্ধ ধর্ম। কারণ ও বৌদ্ধ ভিক্ষুকদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

তাদের ভাবনা গুলোকে বেঁধে ফেলা উচিত নয়। শিশুদের ধর্মের কথা বলা ঠিক নয়, ওদের নিজেদের মতো করে ধর্ম বেছে নিতে দেওয়া উচিত।

8 thoughts on “ধর্ম কখনও সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *