শেয়ার বাজার

ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদেরকে [৭.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৭.৫০ শতাংশ বোনাস] মোট ১৫ শতাংশ লভ্যাংশ দেবে।
ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে, গত মঙ্গলবার ১১ এপ্রিল, অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিটি ব্যাংকের ১২ লভ্যাংশ ঘোষণা

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪.০২/- টাকা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩.৬৫/- টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০.৮৬/- টাকা।

ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে সকাল ১১টায় । এর জন্য আগামী ৯ মে রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি।

One thought on “ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *