জাতীয়

মেট্রোরেলের কারিগরি ত্রুটিতে চলাচল বন্ধ

মেট্রোরেলের কারিগরি ত্রুটিতে চলাচল বন্ধ

আজ বুধবার মেট্রোরেল চলাচল সকাল সাড়ে ৯টার পর থেকে বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে, কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।

রাজধানীর উত্তরা উত্তর (দিয়াবাড়ী) স্টেশনে মেট্রোরেল বন্ধ থাকায় যাত্রীদের ভিড় দেখা গেছে। টিকিট কাটার জন্য অনেকে কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন তবে টিকিট বিক্রি করা হচ্ছে না।

বেসরকারি চাকরিজীবী মনির খান উত্তরা উত্তর স্টেশনে টিকিট কাটার জন্য অপেক্ষা করছেন তিনি বলেন, সকাল ৯টা ৪০ মিনিটে এসেছি। এসে দেখি টিকিট কাটার জন্য যাত্রীরা অপেক্ষা করছেন। অনেকে সাড়ে ৯টার আগে এসেছেন কিন্তু ৯টা ৩৫ মিনিটের মেট্রো ছেড়ে যায়নি। তাঁর অফিস কারওয়ান বাজারে। সেখানেই যাওয়ার জন্য আগারগাঁও পর্যন্ত যাবেন তিনি। স্টেশনের কাউন্টারে টিকিট বিক্রি আপাতত বন্ধ রয়েছে। করছেন। স্টেশনে মাইকিং করে বলা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। অনেকেই টিকিট ফেরত দিয়ে চলে গেছেন। অনেকে কাউন্টারের সামনে অপেক্ষা ত্রুটি সারানোর পর আবারও চলবে। ততক্ষণ অপেক্ষা করতে হবে। উত্তরা উত্তর স্টেশনে আসা এক যাত্রী বলেন, তিনি সকাল ৯টা ৩৫–এর দিকে স্টেশনে আসেন। মেট্রোরেল প্রতি ১০ মিনিট পরপর ছাড়ে। ৯টা ৪০ মিনিটে যে ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি যায়নি।

সাজেকে রুম ভাড়া ৫০ ভাগ ছাড়ের ঘোষণা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে। সংস্থাটির পরিচালক (অপারেশন) নাসির উদ্দিন আমাদের খবরকে বলেন, বিদ্যুতের সঞ্চালন বন্ধ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে। তিনি বলেন, এতে তাঁদের কর্মীরা রেললাইন ধরে হেঁটে হেঁটে দেখছেন কোথায় সমস্যা হয়েছে। সমস্যার জায়গা খুঁজে পেলে তা ঠিকঠাক করা হবে। এরপর মেট্রোরেল চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *