শেয়ার বাজার

এক্সিম ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

এক্সিম ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত এক্সিম ব্যাংক লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২২, তারিখে সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে । সমাপ্ত অর্থবছরের ব্যাংকটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দেবে।

গত মঙ্গলবার ১৮ এপ্রিল, ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৭/- টাকা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১.৫৯/- টাকা।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের

সমাপ্ত অর্থবছরের ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য [এনএভি] দাঁড়িয়েছে ২২.০২/- টাকা।
ব্যাংকটি লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৯ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। আগামী ১৬ মে, রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

One thought on “এক্সিম ব্যাংকের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *