শেয়ার বাজার

এসএমই প্ল্যাটফর্মে সর্বনিম্ন বিনিয়োগ সীমা ৩০ লাখ

এসএমই প্ল্যাটফর্মে সর্বনিম্ন বিনিয়োগ সীমা ৩০ লাখ

শেয়ারবাজারের কোয়ালিফাইড ইনভেস্টরদের বিনিয়োগের সর্বনিম্ন সীমা (এসএমই প্ল্যাটফর্মে লেনদেনে যোগ্য হতে) আবারও ৩০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে, এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য জানা গেছে, এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগের জন্য ৩০ লাখ টাকার বিপরীতে করা রিট খারিজ করা হয়েছে। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০২২ সালের ২১ সেপ্টেম্বরের ৩০ লাখ টাকার নির্দেশনাকে বৈধতা দেওয়া হয়েছে। এখন এসএমই প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের লেনদেনযোগ্য হওয়ার জন্য ৩০ লাখ টাকার বিনিয়োগ থাকার কথা বলেছে ডিএসই কর্তৃপক্ষ।

গত ৪ এপ্রিল, ডিএসই সব ট্রেকহোল্ডারদেরকে গত বছর ৩০ মার্চ, ২০ লাখ টাকা বা তার বেশি বিনিয়োগ থাকা বিনিয়োগকারীদের তথ্য আগামি ১০ এপ্রিলের মধ্যে দিতে বলা হয়। যারা পরবর্তী ৩ মাস এসএমইতে লেনদেনের যোগ্য হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বছরের ২১ সেপ্টেম্বর এসএমই প্ল্যাটফর্মে লেনদেনে যোগ্য হতে কোয়ালিফাইড ইনভেস্টরদের শেয়ারবাজারে বিনিয়োগের সর্বনিম্ন সীমা বিশ লাখ থেকে বাড়িয়ে ৩০ লাখ টাকা নির্ধারণ করে আদেশ জারি করেছিল।

লবঙ্গ কার্যকরী একাধিক অসুখে

এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের যোগ্য হতে হলে বিনিয়োগকারীদেরকে ত্রিশ লাখ টাকা বিনিয়োগের ভিত্তিতে প্রতি প্রান্তিকে স্বয়ংক্রিয়ভাবে বিনা খরচে রেজিস্ট্রেশন করা হবে। প্রতি প্রান্তিকে এজন্য সিডিবিএল বা ডিপি বিনিয়োগকারীর বিস্তারিত তথ্য স্টক এক্সচেঞ্জে জমা দেবে।

এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহন বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য গত বছর ১৭ ফেব্রুয়ারি, শেয়ারবাজারে ৫০ লাখ টাকা থেকে কমিয়ে বিশ লাখ টাকায় বিনিয়োগ নামিয়ে আনে বিএসইসি।

শেয়ারবাজারে যেকোন প্লাটফর্মে (মূল, এটিবি বা এসএমই মার্কেট) ৩০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে এখন এসএমইতে লেনদেনর যোগ্য হতে।

2 thoughts on “এসএমই প্ল্যাটফর্মে সর্বনিম্ন বিনিয়োগ সীমা ৩০ লাখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *