খেলাধুলা

লিওনেল মেসিকে সাময়িক বরখাস্ত করেছে পিএসজি

লিওনেল মেসিকে সাময়িক বরখাস্ত করেছে পিএসজি

অনুমতি নানিয়ে সৌদি আরব ভ্রমণ করায় ফুটবল তারকা লিওনেল মেসিকে ২ সপ্তাহের জন্য সাময়িক বরখাস্ত ও জরিমানা করেছে তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই।

লরিয়েনের কাছে গত রবিবার নিজেদের মাঠেই পরাজয়ের পর সৌদি আরবে গিয়েছিলেন মেসি। ঐ ম্যাচেও তিনি পুরো সময় খেলেছিলেন।

সাময়িক বরখাস্ত থাকার সময় পিএসজির হয়ে প্রশিক্ষণ বা খেলতে পারবেন না আর্জেন্টাইন ক্যাপ্টেন। নিষেধাজ্ঞার কারণে টোরিয়েস এবং আজাক্কোর বিরুদ্ধে ম্যাচেও খেলতে পারবেন না মেসি। এটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে যে, পিএসজি তাদের সেই ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মেসিকে আর রাখতে চাইছে না। বরখাস্তের সময় শেষ হওয়ার পর মেসি আরও ৩ টি ম্যাচ থাকবে খেলার জন্য এবং লিগ ওয়ান শিরোপা ধরে রাখতে হলে তাদের অনেক কাজ এখনো বাকি।

সেটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। পিএসজি তাদের সেই ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে মেসিকে আর রাখতে চাইছে না। তারা মনে করে, তারা নিজেদের ক্লাবের একজন কর্মীকে শাস্তি দিচ্ছে, যার তখন কর্মস্থলে থাকার কথা, কিন্তু তিনি ভ্রমণে চলে গিয়েছেন। পিএসজি এই শাস্তিতে অস্বাভাবিক কিছু বলে মনে করে না। কারণ মেসির এই শাস্তির মাধ্যমে আসলে পিএসজি তার তরুণ খেলোয়াড়দের এই বার্তা দিতে চাইছে যে, তারা শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কেউকে কোন রকম ছাড় দেবে না।

আর্জেন্টাইন ক্যাপ্টেন বাণিজ্যিক কাজে সৌদি আরবে যাওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেটি নাকচ করা হয়। লিওনেল মেসি বর্তমানে সৌদি আরবের পর্যটন দূত হিসাবে কাজ করছেন। সেই চুক্তির আওতায় দায়িত্ব পালনের জন্যই ফুটবল তারকা সৌদি আরবে গিয়েছিলেন। বিশ্বকাপ বিজয়ী এই ফুটবল তারকার সঙ্গে পিএসজির ২ বছরের চুক্তি রয়েছে, যা এই গ্রীষ্মেই শেষ হয়ে যাবে। গত মৌসুমে লিগ ওয়ান শিরোপাও জয় করেছিলেন। পিএসজিতে যাওয়ার পর ৩১ টি গোল করেছেন মেসি ৭১ টি ম্যাচে এবং ৩৪ টি গোল দিতে সহায়তা করেছেন। পিএসজিতে মেসির ক্যারিয়ার শেষ হতে চলেছে। এটা পরিষ্কার যে, তারা আর মেসির চুক্তি নবায়ন করতে চায় না।

ক্লাবে ফিরে আসার ব্যাপারে মেসির সঙ্গে তাদের কথা হচ্ছে বার্সেলোনার ভাইস-প্রেসিডেন্ট রাফায়েল ইয়োস্তে গত মার্চ মাসে দাবি করেছিলেন। চলতি বছরের ৩০শে জুন মেসির সাথে পিএসজির চুক্তি শেষ হবে, তখন মেসি হবেন ফ্রি এজেন্ট অর্থাৎ যেকোন ক্লাব চাইলে ট্রান্সফার ফি ছাড়া মেসিকে দলে টানতে পারবে।

ওজন দ্রুত কমাবে যে পানীয়তে

মেসির সাবেক সতীর্থ ফরাসী ফুটবলার থিয়েরি ওঁরি মনে করেন, ফুটবলের ভালোবাসার জন্যই মেসির উচিৎ বার্সেলোনায় ফিরে যাওয়া। বিশ্বকাপ জয়ী একজন ফুটবলারের প্রতি এই আচরণকে অপমানজনক বলছেন ওঁরি। ফ্রান্সের কিংবদন্তী এই ফরোয়ার্ড বলেন, তিনি মেসির ক্যারিয়ারের শেষ দিনগুলো তিনি ইউরোপে দেখতে চান, বিশেষত বার্সেলোনায়। ওঁরি ও মেসি বার্সেলোনায় একসাথে খেলেছেন, ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলেন। ওঁরি বলেন, বার্সার জন্য মেসি যা করেছে এবং যেভাবে মেসি বার্সেলোনা ছেড়েছিল তা আমার একেবারেই ভালো লাগেনি। লিওনেল মেসি ও পিএসজির সম্পর্ক সামনে এগুবে না বলেই মনে হচ্ছে।

ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ শিরোপা জয়ে আর্জেন্টাইন দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিওনেল মেসি। সৌদি আরবের ক্লাব থেকে গত মাসের শুরুর দিকে ৪০ কোটি ইউরোর প্রস্তাব পেয়েছিলেন লিওনেল মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *