পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি
পশ্চিমবঙ্গে নিষিদ্ধ দ্য কেরালা স্টোরি
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করলেন। নবান্ন থেকে এই ঘোষণা করেছেন মমতা। মুখ্যসচিবকে এ বিষয়ে বিশেষ নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
শান্তি-সৌহার্দ্য বজায় রাখতে এই রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হল। এই সিনেমায় যে সব দৃশ্য দেখানো হয়েছে তা রাজ্যের শান্তিশৃঙ্খলার পক্ষে বিপজ্জনক হতে পারে। তাই কলকাতাসহ সর্বত্র নিষিদ্ধ করা হল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শান্তি বজায় রাখতেই।
তামিলনাড়ুতে এর আগে এই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। আবার করমুক্ত বলে নিজের রাজ্যে ঘোষণা করেছে এই ছবিটিকে মধ্যপ্রদেশে সরকার । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্ণাটকের বল্লেরির জনসভায় দ্য কেরালা স্টোরি’র ভূয়সী প্রশংসা করেছেন এবং এই ছবি সন্ত্রাসবাদের মুখোশ টেনে খুলবে মন্তব্য করেন তিনি।
গত সোমবার অবশ্য মমতা নবান্নে সাংবাদিক বৈঠকে “দ্য কেরালা স্টোরি“ প্রাসঙ্গিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন। নিষেধাজ্ঞা জারি করার আগে মুখ্যমন্ত্রী নবান্নে একটি সংবাদ সম্মেলনে এই ছবির সমালোচনা করেন।
মণিপুর জ্বলছে সাম্প্রদায়িক দাঙ্গায়
দ্য কেরালা স্টোরি প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, জাত-ধর্ম-বর্ণ নিয়ে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক দলগুলো আগুন নিয়ে খেলছে। দ্য কাশ্মীর ফাইলস কেন? একটি সম্প্রদায়কে হেনস্থা করার জন্য, দ্য কেরালা স্টোরি? সে এক অসত্য ও বিকৃত কাহিনি।
মমতা স্পষ্ট বলেন, আমি মানুষের কথা বলছি, আমি সিপিএমকে সমর্থন করি না। সিপিএম তো বিজেপির সঙ্গে মিলে কাজ করছে। এই সমালোচনা আমার করার বদলে ওদের নিজেদেরই করা উচিত ছিল। সেই বিজেপিই কেরালা স্টোরি দেখাচ্ছে, ওরা একসঙ্গে হাঁটে।
Pingback: ফাঁসি কার্যকর ইরানে - Amader Khabar
Pingback: অস্কারে সুমন ফারুক-জয়া আহসানের ছবি - Amader Khabar
Pingback: এতটা ভালোবাসা পাবেন ভাবতেও পারেননি - Amader Khabar