বিনোদন

মাধুরী বিয়ে অন্তঃসত্ত্বা না হওয়ার শর্তে স্বাক্ষর

মাধুরী বিয়ে অন্তঃসত্ত্বা না হওয়ার শর্তে স্বাক্ষর

গত সোমবার ১৫ মে, ছিল মাধুরী দীক্ষিতের জন্মদিন। বলিউডের অন্যতম নায়িকা মাধুরী দীক্ষিত দেখতে দেখতে ৫৬ বছর পার করলেন তিনি।

অবোধ’ চলচ্চিত্রের মাধ্যমে ১৯৮৪ সালে বলিউডে অভিষেক হয় তার। তেজাব ছবির মাধ্যমে ১৯৮৮ সালে দর্শক মহলের সর্বত্র বিপুল সাড়া ফেলে দেন এই অভিনেত্রী। এই ছবি দিয়ে তিনি প্রথমবারের মতো ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর নমিনেশন পান।

‘খলনায়ক’ ছবিতে অভিনয় করার সময় বেশ কিছু শর্ত মেনে কাজ করতে হয়েছিল মাধুরীকে। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘খলনায়ক’ সিনেমা ছিল ঐ বছরের সবচেয়ে হিট।

নির্মাতারা মাধুরীকে জানিয়ে দেন, ছবির শুটিং চলাকালীন বিয়ে করা যাবে না, অন্তঃসত্ত্বা হওয়াও যাবে না। কারণ সে সময় ছবির নায়ক সঞ্জয় দত্তের সঙ্গে ছিল মাধুরীর সম্পর্কের গুঞ্জন। এমনকি চুক্তিপত্রও সই করতে হয়েছিল মাধুরীকে। ছবির শুটিং চলাকালীন প্রথম কোনো প্রযোজক এমন চুক্তিপত্রে সই করিয়েছিলেন নায়িকাকে।

ইমরান খান ফের গ্রেপ্তারের শঙ্কায়

কারণটা ছিল সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত যখন মাধুরীর প্রেমে মশগুল, তখন তিনি তার প্রথম স্ত্রী রিচা শর্মার সঙ্গে বিবাহিত। গুঞ্জন ছিল, যেকোনো সময় মাধুরীকে বিয়ে করতে পারেন সঞ্জয়। সজন, থানেদার, খলনায়ক’সহ একাধিক ছবিতে মাধুরীর সঙ্গে কাজ করার সময় তার প্রেম হাবুডুবু খেয়েছেন সঞ্জয়। সে কারণেই নাকি মাধুরীকে দিয়ে এমন চুক্তিপত্রে সই করিয়েছিলেন ‘খলনায়ক’ নির্মাতারা। বক্স অফিসে অবশ্য ছবিটি সুপারহিট হয়।

আবার অস্ত্র আইনে ১৯৯৩ সালে গ্রেপ্তার হন সঞ্জয়। তখন মাধুরী আর সঞ্জয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন, এমন ব্যবহারে সঞ্জয় দত্ত আঘাত পেয়েছিলেন বলেও শোনা গিয়েছিল। কোনো দিনই তাদের প্রেমের কথা স্বীকার করেননি সঞ্জয় দত্ত বা মাধুরী দীক্ষিত।

বর্তমানে চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে সুখে সংসার করছেন মাধুরী দীক্ষিত।

4 thoughts on “মাধুরী বিয়ে অন্তঃসত্ত্বা না হওয়ার শর্তে স্বাক্ষর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *