পদ্মার দুটি ইলিশ ১৭ হাজারে
ইলিশ দুটির ওজন ছিল প্রায় চার কেজি। আজ শনিবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে বিক্রি হয়। দুটি ইলিশ বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটের মৎস্যজীবীরা বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাতে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাটের পাশে জেলেদের জালে ইলিশ মাছ দুটি ধরা পড়ে। পরে আজ শনিবার সকালে মাছ দুটি দৌলতদিয়া ঘাটসংলগ্ন দুলাল মণ্ডলের আড়তে নিয়ে আসে। প্রকাশ্য নিলামে তোলা হলে ৫ নম্বর ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো: শাহজাহান শেখ নিলামে শরিক হয়ে চার কেজি ওজনের দুটি ইলিশ মাছ প্রতি কেজি চার হাজার টাকা দরে কিনেন।
মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, ইলিশ দুটি বিক্রি করে তাঁর লাভ হয়েছে ১ হাজার ২০০ টাকা। সকালে চার কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি চার হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে এনে মুঠোফোনে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন। আজ সকালেই ঢাকার এক পরিচিত ব্যবসায়ী কাছে প্রতি কেজি ৪ হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০ টাকায় ইলিশ দুটি বিক্রি করেন।
জেলেরা নির্দিষ্ট সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞার তাৎপর্য বুঝতে পেরেছেন। তাহারা এই সময়ে মাছ ধরা থেকে বিরত ছিলেন। এ সুযোগে নদীর মাছগুলো বড় হতে পেরেছে। বর্তমানে পদ্মা নদীতে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন। এটা এ অঞ্চলের জেলেদের জন্য সুখবরই বটে, কথা গুলো বলেছেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহরিয়ার।