আন্তর্জাতিক

করোনার থেকে ৭ গুণ বেশি প্রাণঘাতী হতে পারে ডিজিজ এক্স

করোনার থেকে ৭ গুণ বেশি প্রাণঘাতী হতে পারে ডিজিজ এক্স

ডিজ়িস এক্স কোভিডের চেয়ে আরও বেশি মারাত্মক ভাইরাসকে বলে সম্মোধন করেছেবিশ্ব স্বাস্থ্য দফতর (হু)। এরজেরে সারা বিশ্ব আরও বড় অতিমারির সাক্ষী হতে পারে অদূর ভবিষ্যতে। প্রাণ হারাতে পারেন ৫ কোটি মানুষ।

করোনার আতঙ্ক এখনও কাটেনি অনেকের মন থেকে এরই মধ্যে আবার নয়া ভাইরাসের সন্ধান চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদেরও। এ বার আশঙ্কা কোভিডের থেকেও মারাত্মক কোনও রোগ হানা দিতে পারে মানব শরীরে। করোনার তুলনায় প্রায় আরও বেশি ভয়ানক, কোভিডের থেকেও বেশি প্রাণঘাতী হতে চলেছে এই অসুখ, এ বার এমনই সতর্কতা জারি করা হল ব্রিটেনের স্বাস্থ্য দফতরের তরফে। কোভিডের চেয়ে আরও বেশি মারাত্মক ভাইরাসকে ডিজিজ় এক্স বলে সম্মোধন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-এর রিপোর্ট অনুযায়ী প্রায় সারা বিশ্বে প্রায় ৭০ লক্ষ মানুষ কোভিডে প্রাণ হারিয়েছেন।

ব্রিটেনের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান সম্প্রতি জানিয়েছেন, সারা বিশ্ব আরও বড় অতিমারির সাক্ষী হতে পারে অদূর ভবিষ্যতে। সেই অতিমারির দাপটে প্রাণ হারাতে পারেন ৫ কোটি মানুষ। সারা বিশ্বে করোনার জেরে যে ভাবে আতঙ্ক ছড়ায়, ডিজিজ় এক্সের থাবায় তার ৭ গুণ বেশি মৃত্যু এবং ভয়াবহতা দেখতে পাবে মানুষ।

ইন্টারনেটের গতি ও সুরক্ষায় পিছিয়েছে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ডিজিজ এক্স’ কথাটির অর্থ হল এমন একটি রোগ যা অতিমারি ঘটাতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু সেই রোগটির প্যাথোজেন কী ভাবে মানুষের ক্ষতি করতে পারে তা এখনও অজানা। বিজ্ঞানীরা আপাতত ২৫টি ভাইরাসের পরিবারকে পর্যবেক্ষণ করছেন যার প্রতিটিতে হাজার হাজার পৃথক ভাইরাস রয়েছে এর মধ্যে যে কোনও একটি মারাত্মক অতিমারিতে রূপান্তরিত হতে পারে।

ব্রিটেনের বিজ্ঞানীরা ইতিমধ্যেই একটি অজ্ঞাতভাইরাস ডিজিজ় এক্স’ এর জন্য টিকা তৈরির প্রচেষ্টা শুরু করেছেন। বিজ্ঞানীরা মূলত অ্যানিমাল ভাইরাস অর্থাৎ, যে ভাইরাস পশুর শরীর থেকে মানুষের শরীরে ছড়িয়ে অতিমারি সৃষ্টি করতে পারে সেইগুলির উপরেই কাজ করছেন। এর মধ্যে বার্ড ফ্লু, মাঙ্কি ভাইরাস, হান্টা ভাইরাস অন্যতম। উইল্টশায়ারের হাই সিকিউরিটি পোর্টন ডাউন ল্যাবরেটরি কমপ্লেক্সে পরিচালিত এই গবেষণার কাজে দুই শত জনেরও বেশি বিজ্ঞানী জড়িত আছেন।

One thought on “করোনার থেকে ৭ গুণ বেশি প্রাণঘাতী হতে পারে ডিজিজ এক্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *