বিনোদন

সীতা রূপে দক্ষিনের অভিনেত্রী সাই পল্লবী

সীতা রূপে দক্ষিনের অভিনেত্রী সাই পল্লবী

বেশ কিছুদিন ধরেই জল্পনা কল্পনা চলছে। শোনা গেছে বাস্তব জীবনের জুটি রণবী-আলিয়া নিতেশ তিওয়ারির আসন্ন মহাকাব্যিক রামায়ণ এ রাম-সীতা হিসেবে জুটি হয়ে আসতে যাচ্ছেন। তবে সেই গুঞ্জন আপাতত গুঞ্জন হিসেবেই থাকছে বলে শোনা যাচ্ছে। এবার রামের বেশে থাকছেন বলিউড তারকা রণবীর কাপুর ও সীতা রূপে বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিনের অভিনেত্রী সাই পল্লবী।

দঙ্গল’ খ্যাত নির্মাতা নিতেশের পরিচালনায় ও রবি উদয়ওয়ারের প্রযোজনায় নির্মিত ৩ পর্বের রামায়ণে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। সিনেমার শুটিং শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারিতে। সম্প্রতি আরও একটি সূত্র থেকে জানা গেছে, কেজিএফ খ্যাত কন্নড় সুপারস্টার যশকে রাবণের ভূমিকায় দেখা যাবে। ২০২৪ সালের প্রথম দিকেই রণবীর কাপুর ও সাই পল্লবী এই সিনেমার কাজ শুরু করবেন।

সূত্রটি আরও জানায়, রামায়ণ: প্রথম পর্বে যশের একটি বড় ভূমিকা থাকবে, তবে তার চরিত্রটি দ্বিতীয় কিস্তিতে আধিপত্য বিস্তার করবে। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ছবিটির শুটিং করবেন এই জুটি। ট্রিলজির প্রথম অংশে ভগবান রাম এবং সীতার উপর মনোনিবেশ করা হবে। এটি সীতা হারানের দ্বন্দ্ব নিয়েই তৈরি হবে। যশের সুটিং সেট হবে শ্রীলংকায়। সিনেমাটির প্রথম পর্বের শুটিংয়ের জন্য যশ ১৫ দিন সময় বরাদ্দ করেছেন বলে জানিয়েছে সেই সূত্রটি।

আজমেরী হক বাঁধনের অভিষেক বলিউডে

ভিএফএক্স প্লেটগুলি অস্কার বিজয়ী কোম্পানি, ডিএনইজি দ্বারা প্রস্তুত করা হয়েছে এবং এটি এমন একটি বিশ্ব যা দর্শকদের মনকে উড়িয়ে দেবে। নীতেশ তিওয়ারি এবং টিম কাজ করছে রামায়ণের জগত তৈরিতে সক্রিয়ভাবে এবং ব্লুপ্রিন্ট শেষ পর্যন্ত প্রস্তুত। তবে রামায়ণের শক্তি হবে না চাক্ষুষ কিন্তু সরল গল্প বলার এবং আন্তঃ চরিত্রের আবেগকে বাধ্য করে উৎস যোগ করেছে।

অন্যদিকে জানা গেছে, যে নীতেশ তিওয়ারি এবং তার দল রামায়ণের সেট তৈরিতে সক্রিয়ভাবে কাজ করছে এবং এর ব্লুপ্রিন্ট অনেকটাই প্রস্তুত। সিনেমার ভিএফএক্স করবে অস্কার বিজয়ী কোম্পানি ডিনেগ’। বিশাল কাজের কথা বিবেচনা করে চলচ্চিত্রের সামনের কাজটি কিছুটা ধীর গতিতে হবে, কারণ অনেক সময় লাগবে ব্যাকগ্রাউন্ড ও সেট তৈরিতে । এমন একটি জগত তৈরি করা হবে যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। তবে রামায়ণের ভিজ্যুয়েল ইফেক্টের চেয়ে গল্প আর গল্প বলার ধরন সিনেমাটির মুল শক্তি হবে বলে জানিয়েছে সেই সূত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *