বিনোদন

বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অভিনেত্রী কারিশ্মা

বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অভিনেত্রী কারিশ্মা

স্কুপ’ ওয়েব সিরিজে ভারতের অপরাধ বিষয়ক সাংবাদিক জিগনা ভোরার জীবনকাহিনি তুলে ধরা হয়েছিল। জিগনা ভোরার লেখা বই বিহাইন্ড বার্স ইন বাইকুল্লা মাই ডেজ ইন প্রিজন’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। সাংবাদিক জ্যোতির্ময় দের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি হয়েছে এর গল্প। জিগনা ভোরাকে এ ঘটনায় অভিযুক্ত হিসেবে জেল যেতে হয়েছিল।

দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক সুমন ঘোষও আছেন সেখানে। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেই সেরা অভিনেত্রীর জন্য পুরস্কৃত হলেন বলিউড অভিনেত্রী কারিশ্মা তান্না।

স্কুপ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠকের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন কারিশ্মা। সেই চরিত্রের জন্যই বুসানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী কারিশ্মা তান্না।

ভারতের গণ্ডি পেরিয়ে বুসানের নায়িকা কারিশমা তান্না

বুসানে অভিনেত্রী কারিশ্মা তান্নাই একমাত্র ভারতীয়, যিনি ২ টি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন এবং দুটিতেই জিতেছেন। যার মধ্যে একটি সেরা অভিনেত্রী, অন্যটি সেরা ওয়েব সিরিজ। অভিনেত্রী কারিশ্মা তান্না বুসানের রেড কার্পেটে কালো শাড়ি পরে গিয়েছিলেন। কারিশ্মা তান্না ভারতের প্রতিনিধিত্ব করেছেন জাতীয় পোশাকেই। অভিনেত্রী কারিশ্মা তান্না কালো শাড়িতেই নজর কেড়ে নেন সবার।

বুসানে গিয়ে কারিশ্মা তান্না বলেছেন, স্কুপ’ ওয়েব সিরিজে জাগ্রুতি পাঠক চরিত্রটিকে প্রাণ দেওয়া ছিল একটা বড় চ্যালেঞ্জ। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে আমি অভিভূত। এই অ্যাওয়ার্ড আমার পুরো টিমের জন্য। আজ এই সফলতা এসেছে সবার অক্লান্ত পরিশ্রমের জোরেই। আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ এত ভালবাসা দেওয়ার জন্য। এই কৃতিত্বই ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে আমাদেরকে।

2 thoughts on “বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত অভিনেত্রী কারিশ্মা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *