বিনোদন

শহরের সাদামাটা মেয়ের চরিত্রে ভূমি পেড়নেকর

শহরের সাদামাটা মেয়ের চরিত্রে ভূমি পেড়নেকর

বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকর থ্যাংক ইউ ফর কামিং’ ছবির সাফল্য উপভোগ করছেন। একঝাঁক বলিউড অভিনেত্রী এ ছবির মূল চরিত্রেও আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ভূমি পেড়নেকর এ ছবিকে ঘিরে তাঁর অভিজ্ঞতা মেলে ধরেছেন। করণ বুলানি পরিচালিত ছবির মূল চরিত্রে ভূমি ছাড়াও আছেন, বলিউড অভিনেত্রী কুশা কপিলা, অভিনেত্রী শেহনাজ গিল, অভিনেত্রী ডলি সিং ও অভিনেত্রী শিবানী বেদি। এই ছবির প্রধান চরিত্রে কোনো পুরুষ অভিনয় শিল্পী নেই। এর আগে অভিনেত্রী ভূমি পেড়নেকর মূল চরিত্রে কোনো না কোনো অভিনেতাকে পাশে পেয়েছেন।

ভূমি পেড়নেকর বলেন, এর আগে আমি যখনই কোনো পুরুষ শিল্পীর সাথে অভিনয় করেছেন তখন মনে হয়েছে আমি দ্বিতীয় স্থানে আছি। আমি যত ভালোই করি না কেন, সব সময় নিজেকে তাদের থেকে কম বলে মনে হয়েছে আমার। এটা নিয়ে অনিশ্চয়তায় ভুগেছি এ ছবিতে (থ্যাংক ইউ ফর কামিং) মনে হয়েছে, আমরা সবাই একই অবস্থানে দাঁড়িয়ে। পুরুষ শিল্পীদের সঙ্গে কাজ করার সময় যা কখনোই মনে হয় না।

কান্নার বৈজ্ঞানিক কারণ কী কী

ভূমি পেড়নেকরকে সাধারণত ছোট শহরের সাদামাটা মেয়ের চরিত্রে দেখা যায়। এ ছবিতে তিনি সেই ধারা ভেঙে শহুরে আধুনিক মেয়ে হয়ে উঠেছেন। ভূমি জানান, ছবিটা করার অন্যতম কারণই এটা। এখনে আমি বুঝেছি যে, আপনি কোনো শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেন তখন মেয়েটি কোথা থেকে এসেছে সেটা কোনো বিষয় নয়।

নিজের অন্যন্য সিনেমাগুলো সম্পর্কে অভিনেত্রী ভূমি পেড়নেকর বলেন, আমার আগামী দুটি প্রকল্প ঘিরে অত্যন্ত রোমাঞ্চিত, এর একটা সামাজিক ড্রামাধর্মী ছবি, যেটা আমার হৃদয়ের খুব কাছের ও আরেকটা পুরোদস্তুর মাসালা ছবি।

পছন্দের নির্মাতা সম্পর্কে অভিনেত্রী ভূমি পেড়নেকর জানিয়েছেন, অন্য সবার মতো আমিও করণ জোহরের ছবিতে কাজ করতে চাই। খুব পছন্দ করি করণ জোহর নির্মাণের স্টাইল। এ ছাড়াও রাজকুমার হিরানি ও সঞ্জয় লীলা বানসালির ছবিতে কাজ করতে ইচ্ছুক।

3 thoughts on “শহরের সাদামাটা মেয়ের চরিত্রে ভূমি পেড়নেকর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *