বিনোদন

চরিত্রের প্রতি আমি ন্যায়বিচার করতে চাই সবিতা ধুলিপালা

চরিত্রের প্রতি আমি ন্যায়বিচার করতে চাই সবিতা ধুলিপালা

সবিতা ধুলিপালা দক্ষিণ ভারতের মেয়ে হলেও হিন্দি ভাষা রপ্ত করতে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে আবার সিনেমায় অভিষেক হয় হিন্দিতে, অনুরাগ কাশ্যপের হাত ধরে। রমন রাঘব ২.০’এর পর সবিতাকে দেখা গেছে তেলেগু, তামিল ও মালয়ালম সিনেমাও। এই ব্যস্ত অভিনেত্রী এক সাক্ষাৎকারে কথা বলেছেন ভাষা-সমস্যাসহ অন্য নানা প্রসঙ্গে।

অভিনেত্রী সবিতা ধুলিপালা বলেন, আমি হিন্দিটা শিখেছি মুম্বাইতে আসার পর। তাঁর জন্ম অন্ধ্রপ্রদেশের তেনালিতে ছোটবেলা থেকেই হিন্দি গান, সিনেমা ভক্ত ছিলেন। মাঝেমধ্যে গুনগুন করে গেয়েও উঠতেন হিন্দি গান। অভিনয় করতে এসে বুঝেছি ভাষাটা ভালোভাবে না শিখলে ক্যারিয়ার এগিয়ে নেওয়া কঠিন হবে।

ক্যারিয়ার নিয়ে অভিনেত্রী সবিতা ধুলিপালা বলেন, রং দে বসন্তি, মঙ্গল পাণ্ডে: দ্য রাইজিং এর মতো সিনেমা দেখে বড় হয়েছি। অভিনয়ের সিদ্ধান্তটা কলেজে পড়ার সময়ের এরপর একটি প্রতিযোগিতায় অংশ নেওয়া, সেখান থেকে এ পর্যন্ত আসাসব মিলিয়ে দীর্ঘ এক যাত্রা। স্কুল ও কলেজে পড়ার সময় সবিতা ধুলিপালা নানা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন, এসব কার্যক্রমের মধ্যে অভিনয় ছিল না। স্কুল-কলেজে পড়তে ভালোবাসতাম, লেখারও নেশা ছিল, শাস্ত্রীয় নৃত্য, ভরতনাট্যমে প্রশিক্ষণ নিয়েছি। এই শিল্পের প্রতি এই নেশায় হয়তো আমাকে আজ এখানে নিয়ে এসেছে।

সবিতা ছোটবেলা থেকেই দৃঢ়চেতা। কলেজের পড়ালেখার পাট চুকিয়ে নিজেকে ৩ বছরের চ্যালেঞ্জ দেন। ঠিক করেন, ৩ বছরের মধ্যে নিজের ক্যারিয়ারের গতিপথ ঠিক করবেন, এরপর আবার পড়াশোনায় ফিরবেন। সুযোগ পান অনুরাগ কাশ্যপের সিনেমায় আর চ্যালেঞ্জে ঠিকই উতরে যান। সবিতা আরও বলেন, কলেজ শেষে ভেতর থেকে বাস্তববাদী চিন্তা জেগে ওঠে, দেখতে চেয়েছিলাম, নিজের জায়গা ঠিক করে নিতে পারি না এটা আমাকে লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে সাহায্য করেছে।

বিখ্যাত বহুজাতীয় পানীয় সংস্থা সিইও রোবট

বৈচিত্র্যময় ও সাহসী চরিত্রে অভিনয় করে গত কয়েক বছর ধরে আলোচনায় অভিনেত্রী সবিতা ধুলিপালা। অভিষেকের পর ২০১৬ সালে থেকে এ পর্যন্ত পোন্নিইন সেলভান, কুরুপ ইত্যাদি সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে, দ্য নাইট ম্যানেজার, মেড ইন হ্যাভেন’ এর মতো সিরিজে বাহবা পেয়েছে সমালোচকদের।

এ প্রসঙ্গে অভিনেত্রী সবিতা ধুলিপালা বলেন, আমি মনে করি, বৈচিত্র্য এমন এক জিনিস যা একজন অভিনয়শিল্পীকে সামনে এগিয়ে যেতে এবং আরও উন্নতি করতে সাহায্য করে। রাতারাতি তারকা হবো বা হওয়ার স্বপ্ন আমি কখনোই দেখিনি এই রকম তাগিদও বোধ করিনি। দীর্ঘ এবং সফল একটা ক্যারিয়ার চেয়েছি আমি, যেখানে বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পাব। এবং প্রতিটি চরিত্রের প্রতি আমি ন্যায়বিচার করতে চাই।
সামনে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে দেখা যাবে হিন্দি সিনেমা সিতারা, ইংরেজি ছবি মাঙ্কি ম্যান’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজে।

2 thoughts on “চরিত্রের প্রতি আমি ন্যায়বিচার করতে চাই সবিতা ধুলিপালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *