খেলাধুলা

ব্যালন ডি’অর আবারও মেসির হাতে

ব্যালন ডি’অর আবারও মেসির হাতে

বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চলছিল জোরালো গুঞ্জন আর্জেন্টিনা কিংবদন্তি ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে ঘিরে সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল। আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসি অষ্টমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন।

আর্জেন্টিনা কিংবদন্তি ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ২০২২-২৩ মৌসুমের সেরার পুরস্কার জিতে নিয়েছেন। গত সোমবার রাতে ফ্রান্সের প্যারিসে আলো ঝলমলে আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে এবারের ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন আর্জেন্টিনা কিংবদন্তি লিওনেল মেসি। দারুণ ছন্দে ছিলেন ইন্টার মায়ামির হয়েও। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বলও পেয়েছেন।

মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন বনমাতি

ক্রিস্তিয়ানো রোনালদো পাঁচ বার ব্যালন ডি’অর জিতে আছেন দ্বিতীয় অবস্থানে। অষ্টমবার ব্যালন ডি’অর পুরস্কার জিতে তাকে অনেকটা ছাড়িয়ে গেলেন মেসি। আর্জেন্টাইন তারকার মেসির সঙ্গে লড়াইয়ে ছিলেন আর্লিং হালান্ড গত মৌসুমে সিটিকে ট্রেবল জেতানোর পথে ৫৩ ম্যাচে খেলে করেছিলেন রেকর্ড ৫২ গোলর।

কিন্তু আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানোয় মেসির হাতেই উঠেছে ব্যালন ডি’অর পুরস্কার। সেরা দশের বাকিরা হচ্ছেন:- কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইন, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, হুলিয়ান আলভারেস, ভিক্টোর ওসিমহেন, বের্নারদো সিলভা ও লুকা মডরিচ।

এছাড়াও কোপা ট্রফি জিতেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। সেরা স্ট্রাইকারের পুরস্কার গার্ড মুলার ট্রফি জিতেছেন গত মৌসুমে ৫২ গোল করা আর্লিং হালান্ড। সেরা ক্লাব নির্বাচিত হয়েছে ম্যানচেস্টার সিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *