ভ্রমণ

রেলস্টেশন যেতে দরকার পরে ভিসা এবং পাসপোর্টের…

রেলস্টেশন যেতে দরকার পরে ভিসা এবং পাসপোর্টের…

রেলওয়ে স্টেশনে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্ট এবং ভিসার লাগবে কখনও শুনেছেন? অবাক মনে হলেও ঠিক এইরকমই এক স্টেশন কিন্তু আমাদের পাশের দেশে ভারতে রয়েছে।

xr:d:DAFcZI1JNgU:5,j:228612478,t:23030604

পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট ৮,৩৩৮ টি রেলস্টেশন রয়েছে, এশিয়ার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম রেল নেটওয়ার্ক। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক এবং সেগুলির মধ্যেই এমন একটি স্টেশন রয়েছে ভারতে সেখানে পৌঁছতে গেলে আপনাকে অবশ্যই পাসপোর্ট এবং ভিসা কাছে রাখতে হবে। শুধু কি তাই, উল্লেখযোগ্য বিষয় হল, ভিসা ছাড়া কেউ সেখানে গেলে তাঁর জেল পর্যন্ত হতে পারে।

কোন এই নিয়ম:- এই রেলস্টেশনের নাম হল আটারি (Attari)। তবে, বর্তমানে এই স্টেশনটি আটারি শ্যাম সিং স্টেশন নামে পরিচিত। আটারি শ্যাম সিং স্টেশনে যাওয়ার ক্ষেত্রে পাকিস্তানি ভিসা বাধ্যতামূলক করা হয়েছে। ২৪ ঘন্টা গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার দ্বারা পরিবেষ্টিত এই স্টেশনে, দেশের কোনো নাগরিক যদি ভিসা ছাড়াই পৌঁছে যান সে ক্ষেত্রে ১৪ ফরেন অ্যাক্ট (ভিসা ছাড়াই এই রেলস্টেশনে আসার অভিযোগ) ধারায় মামলা করা হয় এবং জামিন পাওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে থাকে।

সবুজ সংকেত দেখানো হয় সমঝোতা এক্সপ্রেসকে:- ভারতের সবচেয়ে ভিভিআইপি ট্রেন সমঝোতা এক্সপ্রেসকে এই রেলস্টেশন থেকে সবুজ সংকেত দেওয়া হয়। ট্রেনকে সবুজ সংকেত দেওয়ার জন্য শুল্ক দফতর থেকে অনুমতি নেওয়ার পাশাপাশি ট্রেনে সওয়ার যাত্রীদের কাছ থেকেও অনুমতি নেওয়া হয়। এটি দেশের প্রথম রেলস্টেশন যেখানে এই স্টেশন থেকে টিকিট কাটার সময়ে যাত্রীদের পাসপোর্ট নম্বর লেখা হয় এবং প্রত্যেকেই ট্রেনে নিশ্চিতরূপে আসন পেতেও সক্ষম হন।

সর্বশেষ রেলস্টেশন:- এই স্টেশনটি তেমন বড় না হলেও এটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঞ্জাবের আটারি ভারতের সর্বশেষ রেলস্টেশন। এর একদিকে অমৃতসর আর অন্যদিকে লাহোর রয়েছে। এখানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি সহজে মেলেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *