জাতীয়

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে

দেশে কয়লা আসায় পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ। ২০ দিন পর রোববার (২৫ জুন) রাত থেকে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র।

গত শুক্রবার ২৩ জুন, রাত ৩টায় জাহাজটি পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজ থেকে জেটিতে নিয়ে আসা হয়। পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানী জাহাজটিকে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসে। সকাল থেকে দ্রুত গতিতে শুরু হয়েছে কয়লা খালাস কার্যক্রম।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে এসে পৌছায় এ জাহাজটি। লাইটারের মাধ্যমে কিছু কয়লা শনিবার সকাল খালাস করা হয়। রোববার ভোর থেকে ১ টি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে।

আরও পড়ুন ১৪ বছরের কারাদণ্ড ডিআইজি মিজানের

এ মাস এবং আগামী মাসের মধ্যে আরও ১৫-১৭টি কয়লাবাহী জাহাজ বন্দরে আসতে পারে।
গত ২৫ মে কয়লা সংকটে এ বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয় এবং গত ৫ জুন কয়লার অভাবে বিদ্যুৎকেন্দ্রটির পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিংয়ের কবলে পরে পুরো দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *