লেখালেখি ও ছবি আঁকায় ভাবনা
লেখালেখি ও ছবি আঁকায় ভাবনা
দেশের বিনোদন দুনিয়ার নিয়মিত মুখ আশনা হাবিব ভাবনাও এবার তার রুপালি দুনিয়ার বর্তমান পরিকল্পনার কথা জানালেন। সামনে আসতে যাচ্ছে তার বেশকিছু সিনেমা। এরই মধ্যে ‘দামপাড়া’ ও ‘যাপিত জীবন’ সিনেমা দুটির কাজ শেষ করেছেন। বর্তমান সময়ে এসে অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন, যারা সব মাধ্যমেই কাজ করেন। আর অনেকে আছেন যারা কেবল বড় পর্দা নিয়েই ব্যস্ত থাকতে চান।
বর্তমান কাজ প্রসঙ্গে জানতে চাইলে ভাবনা বলেন, ‘দামপাড়া মূলত ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর আমাদের অস্তিত্বের গল্পের সিনেমা। সত্যি বলতে কী মুক্তিযুদ্ধে যে পুলিশেরও বিশেষ অবদান আছে, তাই এ সিনেমায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যাপিত জীবন’ আমার বাবার পরিচালিত সিনেমা তো বলা যায় আমারই সিনেমা, বাবার সঙ্গে আমিও অনেক শ্রম দিচ্ছি কষ্ট করছি। কারণ সিনেমাটি নিয়ে বাবার যেমন স্বপ্ন, ঠিক তেমনি আমারও স্বপ্ন। সিনেমাটি দর্শকের কাছে পৌঁছে না দেয়া পর্যন্ত আমার মনেই শান্তি কাজ করবে না।
শাকিরা পুরস্কার জয়ের হ্যাটট্রিক
অন্যদিকে রায়হান খান পরিচালিত পায়েল’ সিনেমাটিতে প্রায় সাত মাস ধরে সঙ্গে যুক্ত আছেন আশনা হাবিব ভাবনা। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন ভাবনা। সিনেমা নিয়ে আশনা হাবিব ভাবনা বলেন, আমি মনে করি, পায়েল সিনেমাটি ফর্মুলা মুভি বা কমার্শিয়াল মুভি বলতে যা বোঝায় ঠিক তেমই। এতে আমি নাম ভূমিকায় অভিনয় করেছি। বেশ কয়েক মাস ধরে সিনেমাটির কাজ চলছে। পায়েল নিয়েও অন্য রকম স্বপ্ন আছে আমার। পায়েল এ দর্শক ভাবনা একেবারেই নতুন রূপে দেখবেন।
ভাবনা উচ্ছ্বাস নিয়ে বলেন, সহজ করে বলতে গেলে আমার বিশ্বাস, ২০২৪ সালটি হবে আমার অভিনয়জীবনের অন্যতম সেরা সময়। এও হতে পারে তিনটি সিনেমাই আগামী বছর মুক্তি পাবে। আগত বছরটি ঘিরে আমার অনেক স্বপ্ন অনেক কিছুই আমি প্রত্যাশা করছি দেখি কী আছে ভাগ্যে।
আশনা হাবিব ভাবনা অভিনীত শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ সিনেমাটি এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। চট্টগ্রামের পুলিশ সুপার এম শামসুল হকের মুক্তিযুদ্ধ চলাকালীন বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। নায়ক ফেরদৌস আহমেদ সিনেমাটিতে পুলিশ সুপারের চরিত্রে অভিনয় করেছেন। আর শামসুল হকের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত ছিলেন মাহমুদা হক চৌধুরী।
মিস ইউনিভার্স ২০২৩ শেনিস পালাসিওস
অন্যদিকে দামপাড়া সিনেমায় অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘দামপাড়ায় আমি বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূতের চরিত্রে অভিনয় করেছি। মাহমুদা হক চৌধুরীর চরিত্রটি সত্যি বলতে আমার খুব আপন মনে হয়েছে। একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী তিনি। শুটিংয়ের আগে আমি মাহমুদা হক চৌধুরীর সঙ্গে কয়েকবার দেখা করেছি। এমনকি শুটিংয়ের সময়ও মাহমুদা হক থেকেছেন, আমি তার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি।
অন্যদিকে যাপিত জীবন হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমার কাজও শেষ। বর্তমানে এ সিনেমার মিউজিকের কাজ চলছে বলে, পাশাপাশি ভালো গল্প পেলে ওয়েবমাধ্যমেও অভিনয় করার কথা জানান এ অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
অভিনয়ের পাশাপাশি লেখালেখি ও ছবি আঁকা নিয়েও সময় কাটান অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ভাবনা লেখা একাধিক বই প্রকাশ পেয়েছে। কিছুদিন পরই বইমেলা লেখকদের প্রাণের এ মেলা নিয়ে জানান, আগামী বইমেলায় তার নতুন উপন্যাস আসবে ‘মিজান পাবলিসার্স’ থেকে। আপাতত উপন্যাসের কাজ নিয়েই ব্যস্ত তিনি।
Pingback: অভিনেত্রী তৃষা কৃষ্ণন - amaderkhabar
Right Watch
thank u