বিনোদন

শাকিরা পুরস্কার জয়ের হ্যাটট্রিক

শাকিরা পুরস্কার জয়ের হ্যাটট্রিক

জনপ্রিয় পপ সংগীতশিল্পী শাকিরা নিয়মিতই নতুন গান আর কনসার্টে  সংগীতপ্রেমীদের মুগ্ধ করছেন। স্বীকৃতিস্বরূপ একের পর এক নিজের করে নিচ্ছেন বিশ্বের নামিদামী সব পুরস্কার। সেই ঝুলিতে এবার পুড়লেন আরও একটি সম্মানজনক পুরস্কার। কলম্বিয়ান এই পপতারকা শাকিরা ২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে একটি নয়, তিন-তিনটি পুরস্কার জিতলেন।

হ্যাট্টিক পুরস্কার জয়ের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে উচ্ছ্বসিত কলম্বিয়ান পপতারকা বলেন, পুরস্কারগুলো স্প্যানিশ শ্রোতাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। যারা আমার সুসময় ও দুঃসময়ে পাশে ছিলেন ও আছেন। যখন আমি স্পেনে দুঃসহ ও কঠিন মুহূর্ত পার করেছি তখন আমার প্রতি সবার ভালোবাসা ও সমর্থন অব্যাহত ছিল।

৩টি পুরস্কারই নিজের দুই সন্তান মিলান ও সাশাকে উত্সর্গ করেছেন এই পপতারকা। কলম্বিয়ান এই পপতারকা বলেন, ওদের আমি কথা দিয়েছি হাসি-খুশি থাকবো এবং তাদেরও আনন্দে রাখবো। আমি তাই এই পুরস্কার আমার সন্তানদের উত্সর্গ করলাম।

এবারের আসরে আর্জেন্টাইন ডিজে বিজার্যাপের সঙ্গে কলম্বিয়ান পপতারকা যৌথ গান ‘শাকিরা: বিজার্যাপ মিউজিক সেশনস, ভলিউম ফিফটি থ্রি জিতেছে সং অব দ্য ইয়ার (বর্ষসেরা গান) এবং পপ সং অব দ্য ইয়ার (বর্ষসেরা পপ গান) পুরস্কার। তাছাড়াও ৪৬ বছর বয়সী এই গায়িকা টিকিউজি’ গানের সুবাদে ক্যারল জি’র সঙ্গে পেয়েছেন বেস্ট আরবান/ফিউশন পারফর্ম্যান্স স্বীকৃতি।

তবে লাতিন আমেরিকান গায়িকারাই বেশি পুরস্কার পেয়েছেন এবারের আসরে। শাকিরার সমান ৩টি পুরস্কার জিতেছেন আরো এক কলম্বিয়ান গায়িকা ক্যারল জি। ৩২ বছর বয়সী এই তারকার ‘মানিয়ানা চেরা বনিতো’ [টুমরো উইল বি বিউটিফুল] অ্যালবাম অব দ্য ইয়ার [বর্ষসেরা অ্যালবাম] ও আরবান মিউজিক বেস্ট অ্যালবাম স্বীকৃতি পেয়েছে।

এবারের আসরে বেস্ট নিউ আর্টিস্ট অ্যাওয়ার্ড জিতেছেন ভেনেজুয়েলার জোয়াকিনা। বেস্ট আরবান সং স্বীকৃতিও উঠেছে বিজার্যাপের হাতে। বেস্ট র‌্যাপ/হিপ হপ সং পুরস্কার উঠেছে এলাদিও কারিয়ন ফিচারিং ব্যাড বানির ‘কোকো শানেল’। ইতালিয়ান গায়িকা লরা পাউসিনি পারসন অব দ্য ইয়ার (বর্ষসেরা লাতিন সংগীত ব্যক্তিত্ব) সম্মানে ভূষিত হয়েছেন। স্পেনের বাইরে কোনো শিল্পী লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসে বর্ষসেরা সংগীত ব্যক্তিত্ব হলেন এবারই প্রথম।

অভিনেত্রী খুশালী কুমার

স্পেনের সেভিল শহরে গত বৃহস্পতিবার [বাংলাদেশ সময় শুক্রবার ১৭ নভেম্বর] এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের বাইরে বসলো লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। গতবারের বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জয়ী স্প্যানিশ গায়িকা রোসালিয়ার পরিবেশনা ছিল অনুষ্ঠানের শুরুতে।

ফ্ল্যামেনকো শিল্পের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি গেয়েছেন সে নস রম্পিও এল আমর’’ (আওয়ার লাভ হ্যাজ ব্রোকেন) শিরোনামের গান। যদিও অনেকে স্পেনে লাতিন গ্র্যামি হওয়ায় নেটিজেনদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের আহ্বান  লাতিন গ্র্যামিকে লাতিন আমেরিকায় ফিরিয়ে আনা হোক।

2 thoughts on “শাকিরা পুরস্কার জয়ের হ্যাটট্রিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *