অন্যান্য

চাঁদে কে তুলেছিল অলড্রিনের ছবি?

চাঁদে কে তুলেছিল অলড্রিনের ছবি?

ছবি, ভিডিওসহ অসংখ্য অকাট্য প্রমাণ আছে মানুষ চাঁদে গিয়েছিল। এখনো একদল মানুষ মাঝে মাঝে প্রশ্ন তোলে, কনস্পাইরেসি থিওরি কপচায়। কিছু কিছু ব্যাপ্যারে খটকা আছে, কিছু প্রশ্ন আছে। সে সব প্রশ্নের একে একে ব্যাখ্যা হাজির করব আমরা।

আজ থাকছে কে তুলল অলড্রিনের ছবি এ সংশয়ের ব্যাখ্যা।

অলড্রিনের চন্দ্রপৃষ্ঠে দাঁড়ানো ছবিটা বিখ্যাত বিজ্ঞান দুনিয়ায়। এই ছবিটা নিয়েও সন্দেহবাদীদের প্রশ্ন আছে। এই ছবিটা কে তুলল?

উত্তর খুব সহজ।

চাঁদে নিল আর্মস্ট্রং তার একমাত্র সঙ্গী। কিন্তু সন্দেহবাদীদের কিছু সংশয় আছে, কারণও আছে। ছবিতে অলড্রিনের মাথার হেলমেটের, আর্মস্ট্রংয়ের প্রতিবিম্ব।

সেই প্রতিবিম্ব দেখে মনে হতে পারে আর্মস্ট্রং অলড্রিনের দিকে পেছন ফিরে আছেন। কিন্তু ছবিটা তুলল কে? ছবি যে-ই তুলুন, হেলমেটের গ্লাসে তার প্রতিবিম্ব দেখা যাবেই। কারণ ছবিতে অলড্রিনকে সামনের দিকেই তাকানো অবস্থায় দেখাচ্ছে, প্রতিবিম্বে আর্মস্ট্রং ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না। যদি সন্দেহবাদীদের যুক্তি ঠিক হতো, তাহলে তৃতীয় আরেকজনকে দেখা যেত প্রতিবিম্বে।

শুঁয়োপোকার স্পর্শে  আর রক্ষা নেই কেন?

হয়তো তারা বলবেন, ছিল আসলে এডিট করে মুছে ফেলা হয়েছে।

যদি এডিটই করা হবে, তাহলে ক্যামেরা হাতে একজন স্যুটেড নভোচারিকেও দাঁড় করিয়ে দিতে পারত নাসার ছবি বিশেষজ্ঞরা, তাহলে তো আর কোনো প্রশ্নই উঠত না।

প্রতিবিম্বের ছবিতে আর্মস্ট্রংয়ের হাতে কোন ক্যামেরা ছিল না। স্পেসস্যুটের গ্লাস পরে ক্যামেরার সূক্ষ্ম বোতামগুলো নিয়ন্ত্রণ করা অসম্ভব। তাই আর্মস্ট্রংয়ের বুকে শক্ত লাগানো বা ফিক্সড করা ছিল ক্যামেরাটা। এমনভাবে ক্যামেরাটা ফিক্স করা ছিল, যেন সাটার বাটন চাপলেই ছবি উঠে যায়।

 

সূত্র:- নাসা.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *