মার্কিন আবাসনে রিচি সোলায়মান…
দেশে এসেছিলেন রিচি সোলায়মান। দীর্ঘদিন দেশে বেড়ালেন, ঘুরলেন ও শুটিং করলেন তারপর ছুটি শেষ চলে গেলেন। হে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের জৌলুস শহর দুবাই ঘুরে গেলেন। কিছুদিন আগে পরিবারের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন রিচি। রিচি স্বামী-সন্তানসহ যুক্তরাষ্ট্রে বসবাস করেন।
দেশে কাজ করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের নিরীক্ষণধর্মী নাটক মৎস্যকন্যায়। মৎস্যকন্যা মূলত সমুদ্র উপকূলে জীবন-জীবিকার তাগিদে সংগ্রাম করা এক মেয়ের গল্প। দেশের আরও বেশ কয়েকটি নাটকেও কাজ করেছেন।এধরনের গল্প নিয়ে কাজ করা একটু চ্যালেঞ্জিং হলেও রোমাঞ্চকর জানিয়েছিলেন রিচি। পরিবেশের উপর নানা অত্যাচারে জীববৈচিত্র্যে নানা পরিবর্তনের দায় এবং ভুক্তভোগী নারীদের গল্প নিয়েই ছিল নাটকটি। এখনো প্রচার হয়নি।
এসবের মধ্যেই রিচির সময় শেষ হয়ে এলো। ফিরে গেলেন নিজের মার্কিন আবাসনে। যাওয়ার আগে দুবাইয়ে ছুটি কাটান তারা। সোশ্যাল মিডিয়া বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, বুর্জ আল খলিফা দেখার মাধ্যমে আমাদের ছুটি শেষ হলো। আলহামদুলিল্লাহ।