বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে…
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টিকিট অনলাইনে…
বাংলাদেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে আয়ারল্যান্ড। ১৮ মার্চ সিলেটে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৭ মার্চ চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এরপর ৪ এপ্রিল ঢাকায় একমাত্র টেস্ট দিয়ে শেষ হবে আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর। এই সিরিজের সবগুলো ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
আজ মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বিসিবির মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ এ কথা জানান।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর নাম ও ঘোষণার করে বিসিবির মিডিয়া বিভাগের। প্রাথমিকভাবে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট Bangladesh Cricket Board | Official Website of BCB (tigercricket.com.bd)। তবে কবে থেকে পাওয়া যাবে, সেটা এখনো নিশ্চিত করেনি বিসিবি।
তবে জানা গেছে, বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ২০০/- টাকা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল গ্যালারিতে বসে খেলা দেখতে ২০০/- টাকা খরচ করতে হবে। স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ৩০০/- টাকা। ক্লাব হাউস ৫০০/- ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১,৫০০/- টাকা।