খেলাধুলা

পেনাল্টির নিয়ম পরিবর্তন হলো

পেনাল্ট নিতে আসা খেলোয়াড়কে বিভ্রান্ত করতে পারবে না গোলকিপার। কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-ফ্রান্সের পেনাল্টিতে গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের কান্ডে পরিবর্তন হলো পেনাল্টির নিয়মে।
শুক্রবার এই নিয়মের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড ১ জুলাই থেকে এই নিয়মের প্রয়োগ শুরু।
পেনাল্টি শট নিতে আসা খেলোয়াড় শট নেবার আগ পর্যন্ত গোলকিপারকে লাইনে থাকতে হবে, গোলপোস্ট, ক্রসবার, নেট হাত দেয়া যাবে না। শট নিতে আসা খেলোয়াড় বা খেলার প্রতি সম্মান নষ্ট হয় বা প্রতিপক্ষকে বিভ্রান্ত করে এমন কাজও করা যাবে না। শট নিতে দেরি করা, গোলপোস্ট, ক্রসবার বা নেট ধরে শট নিতে আসা খেলোয়াড়ের মনোঃসংযোগ নষ্ট করার সাধারণ কৌশল বিবেচনা করা হয় বলে আইএফএবির নিয়মে উল্লেখ করা হয়।
কাতার বিশ্বকাপের ফাইনালে পেনাল্টিতে শট নিতে আসা খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়ানো, বল অন্যদিকে ছুড়ে দেয়া, অদ্ভুত উদযাপনসহ নানা বিতর্কিত কর্মকান্ড করে বসে আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ। তার কর্মকান্ডে অনেকে সমালোচনা করেন, পেনাল্টি নিয়মেরও পরিবর্তন করার দাবি তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *