স্বাস্থ্য ও পুষ্টি

দৃষ্টিশক্তি বাড়ে যা খেলে?

আমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো চোখ। দিনভর মোবাইল ও ল্যাপটপ ঘাটা থেকে শুরু করে, মধ্যরাত পর্যন্ত টিভি দেখা, খারাপ খাবার খাওয়া ইত্যাদি কারণে চোখের ওপর বিরূপ প্রভাব পড়ে থাকে। দৃষ্টিশক্তি ভালো রাখতে দরকার নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া।

বিভিন্ন উপাদান থাকে শাকসবজিতে, তাই সব ধরনের শাকসবজি ও ফলে মিলিয়েই তৈরি করতে হবে দিনের খাদ্য তালিকা। ভিটামিন, খনিজ পদার্থ, নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট যুক্ত খাবার খাওয়া জরুরি। বিভিন্ন রঙের খাবার দিনের তালিকায় রাখা ভালো। এতে বিভিন্ন ধরনের ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড পায় শরীর। এসব অ্যান্টি-অক্সিড্যান্ট চোখের বিভিন্ন ক্রনিক সমস্যা নিয়ন্ত্রণ করে বাড়ায় দৃষ্টিশক্তিও। দৃষ্টিশক্তি বাড়াতে রোজ আপনার খাদ্যতালিকায় যেসব রাখবেন:

ফ্যাটি অ্যাসিডে চোখের মণি ভালো থাকে দৃষ্টিশক্তি বাড়ে, ড্রাই আইজের সমস্যা কমে। তাই রুই, কাতলা, ইলিশ, মাগুড়ের মতো যেসব মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি তা বেশি করে খাবেন।

গাজর চোখের যত্ন নেয়, তা সবারই জানা। এতে উপস্থিত বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন- এ জোগান দেয়। চোখে সংক্রমণের আশঙ্কা কমাতে নিয়মিত গাজর খান।

ডিমের কুসুমে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে সঙ্গে থাকে ভিটামিন এ এবং জিঙ্ক সব কটি উপাদানই চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই ডিম খাওয়া চোখের স্বাস্থ্যের জন্য জরুরি।

দুধে এমন কিছু খনিজ পদার্থ থাকে, যা খেলে রাতের দৃষ্টিশক্তি উন্নত হয়। দুধ এবং দইয়েও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং জিঙ্ক। দুটি উপাদানই চোখের নানা অংশের যত্ন নেয়।

রোজ খাবারে ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য রাখুন। কমলালেবুও চোখের জন্য ভালো। এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি। চোখের ডার্ক সার্কেল দূর করতে নিয়মিত স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার খেতে হবে। এই ভিটামিন রক্ত চলাচলের ক্ষেত্রে জরুরি। চোখে রক্ত চলাচল ভালো হলে সংক্রমণ হওয়ার আশঙ্কাও কমে, তার সঙ্গেই প্রদাহ।

পেস্তা, আমন্ড, চিনাবাদাম, আখরোট, চিয়া সিড, তিলের বীজ খাদ্যতালিকায় যুক্ত করুন। দৃষ্টিশক্তি বাড়াতে বাদাম ও বীজ অত্যন্ত উপকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *