ট্রাম্পের ব্যক্তিগত উড়োজাহাজ, কী আছে
গতকাল মঙ্গলবার আদালতে হাজির হতে ফ্লোরিডা থেকে তাঁর ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, বোয়িং-৭৫৭ মডেলের উড়োজাহাজটি ২০১১ সালে কেনেন ট্রাম্প, ট্রাম্প তাঁর উড়োজাহাজটির নাম দিয়েছেন ‘ট্রাম্প ফোর্স ওয়ান’। তখন উড়োজাহাজটির দাম ১০ কোটি মার্কিন ডলার পড়েছিল।
গতকাল ট্রাম্প নিউইয়র্কের ম্যানহাটন আদালতে হাজির হয়েছিলেন, সম্পর্ক নিয়ে মুখ না খুলতে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়াসংক্রান্ত মামলায়। তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের কিছুক্ষণ পর মুক্তি দেওয়া হয়। তাঁর বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ আদালতে অস্বীকার করেছেন তিনি। আদালত আগামী ৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন। সেদিনও তাঁকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির থাকতে নির্দেশ দিয়েছেন আদালত।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ট্রাম্পের উড়োজাহাজটি সংস্কার করা হয়েছে। উড়োজাহাজে নতুন রং করা হয়েছে। উড়োজাহাজের সামনের দিকে বড় সোনালি হরফে ট্রাম্পের নাম লেখা হয়েছে। উড়োজাহাজটিতে লেখা ‘ট্রাম্প’ নামটি চোখে পড়ার মতো। প্রায় দুই বছর পর ট্রাম্পের ব্যক্তিগত উড়োজাহাজটি নতুন রূপে তাঁকে নিয়ে আকাশে উড়ল। প্রায় এক বছর ধরে উড়োজাহাজটির সংস্কার-রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছে। এটি ট্রাম্পের প্রিয় উড়োজাহাজ। ৪৩ আসনের উড়োজাহাজটিতে বিলাসবহুল অতিথিকক্ষ, লাউঞ্জ, থিয়েটার সিস্টেম, শয়নকক্ষ, রান্নাঘর, খাবার খাওয়ার স্থান, শৌচাগার প্রভৃতি আছে। উড়োজাহাজটির সিটবেল্ট গুলোতে সোনার প্রলেপ দেওয়া। ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় উড়োজাহাজটি বহুল পরিচিতি পায়।