আন্তর্জাতিক

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত মোহাম্মদ মুইজ্জু

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত মোহাম্মদ মুইজ্জু

চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু এশিয়ার দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে দ্বিতীয় দফায় ভোটে (রান অফ) ভারতপন্থী ইব্রাহিম সলিহকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। মুইজ্জুর জয়ের বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপের নির্বাচন কমিশন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ৫৮৬ ব্যালট বাক্সের ভোট গণনা করে জানা গেছে যে মোহাম্মদ মুইজ্জু ভোট পেয়েছেন ৫৪ শতাংশ। মোহাম্মদ মুইজ্জুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।

মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসায় অঞ্চলটিতে চীনের প্রভাব বাড়বে বলে ধারণা করা হচ্ছে। প্রগতিশীল জোটের ৪৫ বছর বয়সী মুইজ্জুর রয়েছে চীনের সঙ্গে সুসম্পর্ক। ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন মোহাম্মদ মুইজ্জু। স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মুইজ্জু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। গৃহায়ন মন্ত্রী হিসেবে ২০১২ সালে রাজনীতিতে প্রবেশ করেন মোহাম্মদ মুইজ্জু।

এষা গুপ্তকে কুপ্রস্তাব দিয়েছিলেন ছবির প্রযোজক

দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে রাজধানী মালের মেয়র মোহাম্মদ মুইজ্জু নির্বাচনী প্রচারণার সময় জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে মালদ্বীপে ভারতের প্রভাব কমাবেন। এছাড়া মালদ্বীপে যে অল্প সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন আছেন তাদের বের করে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *