কোলেস্টেরল কমাতে সাহায্য করে
কোলেস্টেরল সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে নানাবিধ শারীরিক সমস্যা লেগেই থাকে। রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ার ফলে রক্তের সঞ্চালনও কমে যায়। ভাজাপোড়া খাওয়া হবেই রমজানে। কিন্তু ইফতারে যদি কিছু ফলের আইটেম রাখেন তাহলে কোলেস্টেরলের সমন্বয় করা সম্ভব। এই সময়ে ফলগুলো হাতের নাগালেই পাওয়া যাচ্ছে সহজেই।
সাইট্রাস জাতীয় ফল
শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এই ফল গুলো বেশ কার্যকর। ভিটামিন সি এর ভাণ্ডার হিসেবে যেকোনো সাইট্রাস ফলই ভালো।
পেয়ারা:- পেয়ারায় পর্যাপ্ত ফাইবার, প্রচুর ভিটামিন সি আছে। দিনে একটি পেয়ারা ইফতার ও সেহরির মাঝে খেলে উপকার পাওয়া যায়। ভালো পেয়ারা খুঁজে নিতে পারলে কোলেস্টেরল কমানোর জন্য আরেকটি উপকারী ফল।
আঙুর:- পরামর্শ থাকবে কালো ও লাল আঙুর রাখবেন ইফতারে লাল বা সবুজ আঙুর রাখতে পারেন। এই ফলে ভিটামিন সি ছাড়াও নানা অ্যান্টি অক্সিডেন্ট আছে। তাছাড়া হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, আঙুর কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।
আপেল:- প্রতিদিনই ইফতারে রাখার চেষ্টা করুন আপেল। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ অন্যান্য রোগাক্রান্তদের জন্য একটি ভালো ফল। আপেলে পর্যাপ্ত ফাইবার আছে তাই খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ইফতারে একটি আপেলই যথেষ্ট।
স্ট্রবের:- এই ফলে ফাইবার, ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট পাওয়া যায় প্রচুর পরিমাণে। খারাপ কোলেস্টেরল দূর করতেও এর জুড়ি নেই। স্ট্রবেরি কয়েক বছর ধরে বাজার মাতাচ্ছে এই বিদেশি ফল।
Pingback: ভিটামিন ডি`র উৎস হলো সূর্যের আলো - Amader Khabar
Pingback: স্বাস্থ্যকর জীবনযাপনে লবঙ্গ - Amader Khabar
Right
ধন্যবাদ আপনাকে