লোহায় মরিচা পড়ে কেন?
কঠিন ধাতু লোহা অথচ কত সহজে মরিচা একে ঘায়েল করে ফেলে। ধীরে ধীরে লোহাকে ধ্বংসও করে মরিচা। মরিচা লোহার ওপর মারাত্মক প্রভাব ফেলে।
লোহার ওপর সামান্য পানি ফেললেও মরিচা তৈরি হয়। মরিচা হল আয়রণ অক্সাইড, আর আয়রণ অক্সাইড তৈরি হয় পানি বা জলীয় বাষ্পের সংস্পর্শে। স্বাভাবিক তাপমাত্রায় লোহা পানির সাথে বিক্রিয়া করতে পারে। বিশেষ করে জলীয় বাষ্পের সাথে লোহা খোলা জায়গায় ফেলে রাখলে এর উপরের পৃষ্ঠ বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে আসে। এক্ষেত্রে প্রথমে লোহার পাতের উপরের স্তর পানির সাথে বিক্রিয়া করে ঘন তরল আয়রণ অক্সাইড জন্ম দেয়। পরে সেই তরল থেকে পানি শুকিয়ে গেলে শুষ্ক মরিচা পড়ে থাকে।
মরিচা একবার পড়া শুরু হলে তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে লোহার গায়ে। কারণ শুষ্ক মরিচার জলীয় বাষ্প আকর্ষণ করার ক্ষমতা অনেক বেশি। জলীয় বাস্পের সাথে লোহা বিক্রিয়া আয়রণ আক্সাইডের জন্ম দেয়। সেই আয়রণ অক্সাইডকেই আমরা মরিচারূপে দেখি।
ভাল তথ্য
ধন্যবাদ আপনাকে
সঠিক
ধন্যবাদ আপনাকে
Balw khober
ধন্যবাদ আপনাকে
Pingback: মহাকাশে সাধারণ কলম দিয়ে লেখা যায় না কেন? - amaderkhabar