জাতীয়

রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরবে বি পি দিবস পালিত হয়েছে।

যথাযোগ্য মর্যাদায় রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরবে বি পি দিবস পালিত হয়েছে।

 

গত ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ: স্কাউটস আন্দোলনে্রে প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি পি) এর জন্মদিন উপলক্ষে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়। ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি তিনি লন্ডনে জন্ম গ্রহণ করেন। সারাবিশ্বে এদিনটি বি পি দিবস হিসেবে স্বীকৃত।

xr:d:DAFYj5wwcLQ:42,j:47889372847,t:23030112

আলোচনা অনুষ্ঠান, কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার  মাধ্যমে রফিকুল ইসলাম মহিলা কলেজ ক্যাম্পাসে এই দিবসটি পালন করা হয়।

ব্যাডেন পাওয়েল লন্ডনে জন্মগ্রহণ করেন এবং ব্রিটিশ সরকারি বিদ্যালয়ে অধ্যয়ন করেন। এরপর ১৮৭৬ সালে একজন লেফটেন্যান্ট হিসেবে ব্রিটিশ সেনাবাহিনীতে ১৩ নং হসাসদলে যোগদান করেন। ব্রিটিশ সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে তিনি ভারত, দক্ষিণ আফ্রিকার অ্যাংলো-এশেনতি এবং বোয়ের যুদ্ধসহ প্রভৃতি ব্রিটিশ উপনিবেশে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন এবং বেশ কিছু ইতিহাস প্রসিদ্ধ যুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়াও, মাল্টায় নিয়োজিত ছিলেন। সামরিক জীবনের শেষদিকে তিনি ইংল্যান্ডে ফিরে যান এবং অশ্বারোহী বাহিনীর গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব গ্রহণ করেন।মেজর জেনারেল পদে উন্নীত হন, সামারিক বাহিনীতে কর্মরত থাকাকালীন সবচেয়ে বেশি সফলতা পান ম্যাফেকিং অবরোধে। পরবর্তীতে ১৯১০ সালে ব্যাডেন পাওয়েল লেফট্যানেন্ট জেনারেলহিসেবে অবসর গ্রহণ করেন।

সামরিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে, বিশেষ করে ম্যাফেকিংয়ের যুদ্ধ থেকে তিনি ধারণা পান বালকদেরকে দিয়েও উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ সমাধা করা যেতে পারে। ম্যাফেকিংয়ের যুদ্ধে স্বেচ্ছাসেবক বালকদলের অবদান দেখে তিনি অভিভূত হন এবং এরপর থেকেই বালকদেরকে নিয়ে কিছু একটা করার পরিকল্পনা চলতে থাকে। পরবর্তীতে মাত্র ২০ জন বালক নিয়ে ১৯০৭ সালে পরীক্ষামূলক ভাবে স্কাঊট আন্দোলন বা বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করে। এ প্রসঙ্গে তিনি তার প্রথম পুস্তিকা `হ্যান্ডবুক ফর বয়েজ’ লিখেন। স্কাউটক্রাফটকে ভিত্তি করে উডব্যাজ প্রোগ্রাম শুরু করেন যা জুলু সম্প্রদায়ের জীবনগাঁথাকে ঘিরে পরিচালিত হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *